উরি ব্যাংক জব সার্কুলারব্যাংক জব সার্কুলার

উরি ব্যাংকে অফিসার/ সিনিয়র অফিসার, ক্যাশ পদে নিয়োগ

উরি ব্যাংক (Woori Bank) দক্ষিণ কোরিয়ার একটি বাণিজ্যিক ব্যাংক যার সদর দপ্তর সিউলে অবস্থিত। ১৯৯৯ সালে দক্ষিণ কোরিয়ার সাবেক কমার্শিয়াল ব্যাংক অব কোরিয়া, হানিল ব্যাংক এবং পিস ব্যাংক একত্রিত হয়ে গঠন করে হানভিট ব্যাংক এবং ২০০২ পর্যন্ত তা এই নামেই পরিচিত ছিলো; ২০০২ সালে এটি বর্তমান নাম ‘উরি ব্যাংক’ ধারণ করে। এই ব্যাংকটি উরি ফিন্যান্সিয়াল গ্রুপ-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান।

উরি ব্যাংকই দক্ষিণ কোরিয়ার প্রথম ব্যাংক যারা নন-ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজার ভিত্তিক অন-লাইন ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগকারীদের সুবিধার্থে শাখা ব্যাংকিং পরিচালনা করে থাকে। উরি ব্যাংক বাংলাদেশ (Woori Bank Bangladesh) এ ‘অফিসার/ সিনিয়র অফিসার (ক্যাশ)‘ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১৪ নভেম্বর, ২০২১ এর মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে।

আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
◾ ব্যাংক জব ক্যারিয়ার টিপস
◾ ব্যাংকার হিসেবে ক্যারিয়ার গড়ার উপায়
◾ ব্যাংকিং পেশা দূর হতে যেন স্বপ্নিল এক আবেশ!

পদের নামঃ অফিসার/ সিনিয়র অফিসার (ক্যাশ)
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যেকোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
✓ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ ব্যাংকিং এবং ফিনান্স/ মার্কেটিং/ ম্যানেজমেন্ট/ অর্থনীতি বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
✓ ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য শর্তাবলীঃ
✓ সংশ্লিষ্ট বিষয়ে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ ব্যাংকিং আইন, রেগুলেশন এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে।
✓ ভালো মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে (এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল)।
✓ নির্ধারিত লক্ষ্য এবং সেবার মান অর্জনের জন্য উদ্যোগী হতে হবে।

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাঃ
✓ আলোচনা সাপেক্ষে।
✓ দুটি (০২) উত্সব বোনাস।
✓ ব্যাংকের নিয়ম অনুসারে ছুটি ভাতা।
✓ ব্যাংকের নিয়ম অনুসারে বার্ষিক বেতন বৃদ্ধি।
✓ গ্রুপ জীবন বীমা সুবিধা।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে অন্যান্য সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলীঃ
ক) বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
খ) আগ্রহী প্রার্থীদেরকে ১৪ নভেম্বর, ২০২১ এর মধ্যে আবেদনের সাথে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি জমা দেয়ার জন্য বলা যাচ্ছে।
গ) আবেদনের সাথে প্রয়োজনীয় যে সকল তথ্য জমা দিতে হবে:
(১) বর্তমান ও পূর্ববর্তী পোস্টিং এর স্থানের নাম উল্লেখ করতে হবে
(২) কাজের বিবরণ
(৩) বর্তমান বেতন
(৪) প্রত্যাশিত বেতন
(৫) শিক্ষাগত তথ্য
(৬) বৈবাহিক অবস্থা
(৭) ৩১ অক্টোবর, ২০২১ হিসেবে বয়স
(৮) পিতা-মাতার পেশা
(৯) অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রম
(১০) ০২ জনের রেফারেন্স।
ঘ) আবেদন পাঠানোর ঠিকানাঃ হেড অব হিউম্যান রিসোর্স, উরি ব্যাংক, সুভাস্তু ইমাম স্কয়ার (১ম তলা), ৬৫ গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা -১২১২ বাংলাদেশ।

আবেদনের শেষ তারিখঃ
✓ ১৪ নভেম্বর, ২০২১।

আরও দেখুন:
 বেছে নিন ব্যাংকিং পেশা
 ব্যাংকিং পেশার জন্য প্রয়োজনীয় তথ্য
 প্রাইভেট ব্যাংক জবঃ নিয়োগ প্রক্রিয়া ও সুযোগ সুবিধা
 এক চান্সেই ব্যাংকে চাকরি পেতে প্রস্তুতি নেবেন যেভাবে

সোর্সঃ বিডি জবস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button