মাইক্রো ফাইন্যান্স (MF) সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে কেন?
বাংলাদেশে উদ্ভাবিত মাইক্রো ফাইন্যান্স (MF) কর্মসূচি আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। মাইক্রো ফাইন্যান্স (MF) প্রকল্প এখন শুধু বাংলাদেশে নয় অর্থনৈতিকভাবে উন্নত এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী ধনী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রেও চালু হয়েছে। মাইক্রো ফাইন্যান্স (MF) এর সফল মডেল হিসেবে আজ বাংলাদেশ স্বীকৃত। বাংলাদেশে মাইক্রো ফাইন্যান্স (MF) এর সাফল্য সারা বিশ্বকে অবাক করে দিয়েছে।
মালয়েশিয়া গ্রামীণ ব্যাংক এর অনুকরণে আমানাহ ইখতিয়ার, ফিলিপাইনে অহন সা হিরাপ, শিকাগোর ফুল সার্কাল ফান্ড, আরাকানসাসে গুড ফেইথ ফান্ড, শ্রীলংকার সেভক্রেড, মালাবিতে মালাউই মুভজি ফান্ড গড়ে উঠেছে। এছাড়া আফ্রিকার গিনি, মাদাগাস্কার, কেনিয়াতে এবং চিনেও মাইক্রো ফাইন্যান্স (MF) কার্যক্রম শুরু হয়েছে।
Popularity of Micro Finance (MF) (মাইক্রো ফাইন্যান্স এর জনপ্রিয়তার কারণ)
নিম্নলিখিত কারণে মাইক্রো ফাইন্যান্স (MF) খুব জনপ্রিয়তা লাভ করেছে-
১. দরিদ্র জনগোষ্ঠীর নিকট পৌঁছানোর অঙ্গীকার;
২. অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের অঙ্গীকার;
৩. প্রচলিত পদ্ধতি সমূহের উপর ভিত্তি করে উন্নয়ন সমর্থ সৃষ্টি;
৪. বিদ্যমান প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক পদ্ধতি সমূহের শক্তিশালীকরণ এবং এর প্রসারে মাইক্রো ফাইন্যান্স (MF) এর অবদান রাখা;
৫. অধিক সংখ্যায় সফলতার ইতিহাস সৃষ্টি;
৬. মাইক্রো ফাইন্যান্স (MF) আদায়ের ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য;
৭. অধিকতর লাভজনক অর্থনৈতিক পণ্য সমূহের সহজলভ্যতা;
৮. মাইক্রো ফাইন্যান্স (MF) দরিদ্র জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে; মহিলাদের মধ্যে কর্মচাঞ্চল্য এসেছে। পূর্বে এসব মহিলারা সকলেই বেকার ছিল;
৯. মাইক্রো ফাইন্যান্স (MF) এর ফলে ঋণগ্রহীতাদের সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পেয়েছে; ও
১০. মাইক্রো ফাইন্যান্স (MF) কর্মকান্ডের মাধ্যমে শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেয়েছে এবং মহাজনী সুদের বোঝা হ্রাস পেয়েছে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |