আমি কেন বেতন পাই?
অফিসে খুঁজে কোনো কাজ নাহি পাই
দিনরাত ভাবি আমি কেন বেতন পাই।
বসকে তেল মাখি দিনে ও রাতে
উপরের সিঁড়িটা পাই সাথে সাথে।
কভু যদি বস আমায় খুঁজে দেন কাজ
অযুহাত দেখাই শত, পাই নাতো লাজ।
অযুহাত আছে তাই হাতের অভাব নেই
কাজ আমায় যে দিবেন করুন না সেই!
প্রতিষ্ঠানের যাই হোক তাতে আমার কি?
চাকরি বাঁচাতে ঢালি তেল ঘি।
কাজ নেই কাম নেই বসে মারি মশা
যৌবন শেষে আমার তাই করুণ দশা।
জ্ঞান বুদ্ধি বিবেক পেয়ে গেছে লোপ
চিন্তা ভাবনা আমার লোভ আর লোভ।
মেধাবী পরিশ্রমী সেই আমি আজ
অথর্বের মতো ঘুরি, পাই নাতো কাজ।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
কর্মদক্ষতায় তাই ধরেছে ঘুন
দিনরাত বসে ভাবি করব কি এখন?
অলসতা আমাকে কুড়ে কুড়ে মারে
সরষে ফুল দেখি চোখে বারেবারে।
ভাবি আজি ফাকিবাজি নয়তো ভালো
কাজ আর কাজই জীবনের আলো।
অভ্যাস চেঞ্জ তবু হয় নাতো আজ
ফাকিবাজি করি তাই আমি ফাকিবাজ।
মাঝে মাঝে বিবেকের তাড়না পাই
এখনো আমি কেন বেতনটা পাই!
(উৎসর্গ: দুনিয়ার সকল ফাকিবাজকে)
কার্টেসিঃ বেলাল হোসেন ফকির