কেন ব্যাংকার হবেন আর কেন নয়?
বর্তমানে চাকরিপ্রার্থীদের কাছে একটি আকর্ষনীয় ও চ্যালেঞ্জিং পেশার নাম হলো ব্যাংকিং। সুতরাং ব্যাংকের চাকরির বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কৌতূহল থাকাটাই স্বাভাবিক। চলুন, প্রথমেই ব্যাংকের চাকরির খারাপ দিকগুলো জেনে নেই।
কর্মব্যস্ততাঃ
যদিও ব্যাংকিং শুরু হয় সকাল দশটা থেকে কিন্তু একজন ব্যাংকারকে ব্যাংকে উপস্থিত হতে হয় দশটা বাজার কিছু আগেই। তারপর ব্যাপক ব্যস্ততার মাঝে কাটে সারাদিন। অনেক সময় ব্যক্তিগত জরুরী ফোন রিসিভ করে কয়েক মিনিট কথা বলার সময় হয়না, দিনের আলো দেখা তো পরের কথা। সন্ধ্যা ছয়টায় অফিস ছুটি হলেও সেটা কাগজ-কলমের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ ছুটির সময় অনির্দিষ্ট। দৈনন্দিন কাজ শেষে হিসাব মেলানোর পর মেলে ছুটি। তাতে সাতটা বাজুক আর দশটা বাজুক। এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা ব্যাংকার হতে চাওয়ার আগে সেটা ভেবে দেখুন।
ঝুকিঃ
ব্যাংকের মূল কাজ হচ্ছে অর্থ সংগ্রহ ও ঋণ বিতরণ করা। তাই সারাদিন আপনি যা করবেন মোটামুটি সবকিছুর সাথেই টাকা-পয়সা জড়িত। সেজন্য ব্যাংকের প্রতিটি কাজই পূর্ণ মনোযোগ দিয়ে করতে হয়। একটু ভুল হলেই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। আর টাকা একবার কারো কাছে চলে গেলে তা ফেরত পাওয়ার আশা না
করাই ভালো।
একঘেয়েমি কাজঃ
ব্যাংকে নিত্যনতুন কাজ খুব কম। প্রতিদিন অফিস শুরু হয় একই রকম কাজ দিয়ে। এভাবে চলতে থাকে দিনব্যাপী। এতে মাঝে মাঝেই আপনার একঘেয়েমি চলে আসতে পারে। তবে শাখা অফিস ব্যতিরেকে বিভিন্ন কন্ট্রোলিং অফিসে পদায়ন হলে কিছুটা স্বস্তি পাবেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
মানসিক টেনশনঃ
ব্যাংকের কাজ শুধু ঋণ দেওয়া না, ঋণ আদায় করাও। আর ঋণ আদায় করা সহজ কোন কাজ নয়। এজন্য ঋণগ্রহীতার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলতে হয়। তাছাড়া ঋণ আদায়, বিতরণ, আমানত সংগ্রহ করার জন্য প্রতিটি শাখায় লক্ষ্যমাত্রা দেওয়া থাকে। এই লক্ষ্যমাত্রা অর্জন একটা বড় চ্যালেঞ্জ।
ছুটির অভাবঃ
সপ্তাহের পাঁচটা দিন চরম পরিশ্রমের পর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার নিজের মত করে কাটানোর ইচ্ছা আপনি করতেই পারেন। কিন্তু না, মাঝে মাঝে আপনাকে সাপ্তাহিক ছুটির দিনে ট্রেনিং করতে বা ঋণ আদায়ের জন্য অফিস করতে হতে পারে। অন্যান্য চাকরির মত ব্যাংকারদেরও সব ছুটির বিধান থাকলেও তাঁরা সহজে ছুটি পান না। জুন ও ডিসেম্বর মাসে ব্যাংকের অর্ধ-বার্ষিক ও বার্ষিক হিসাব সমাপনী সম্পন্ন হয়। সেসময় ছুটি চাওয়া তো মহাঅপরাধ।
তাছাড়া ঈদ, পুজা, বিভিন্ন উৎসব ও বিশেষ বিশেষ সময়ে যখন সবার অফিস বন্ধ, তখন আপনাকে অফিস করতে হতে পারে। যেমনঃ দেশের কোথাও নির্বাচন, করদাতারা কর দেবেন, গার্মেন্টস শ্রমিকরা বেতন নেবেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠাবেন, সেজন্য ব্যাংক খোলা রাখতে হয়। কাজেই, নিজেকে ভালোভাবে প্রশ্ন করুন এই জীবন আপনি চান কি-না। এতক্ষণে নিশ্চয়ই আপনার ব্যাংকার হওয়ার সাধ মিটে গেছে! এত তাড়াতাড়ি মিটলে হবে? চলুন, এবার ভালো দিকগুলো সম্পর্কে একটু জানি।
সামাজিক মর্যাদাঃ
সমাজে ব্যাংকারদের একটু আলাদা নজরেই দেখা হয়। কাঁচাবাজার থেকে শুরু করে বিয়ের বাজার সবখানেই আপনাকে গুরুত্বের সাথে দেখা হবে। বাড়ী ভাড়া নিতে যাবেন, ব্যাংকার শুনলে ব্যাচেলর হলেও বাড়ী ভাড়া দেবে ইনশাআল্লাহ!
পদোন্নতিঃ
চাকরিতে যোগদানের পর যে কয়েকটি বিষয় নিয়ে চিন্তা আসে তার একটি হলো পদোন্নতি। পদোন্নতি না থাকলে বা সুযোগ কম হলে মনটা খারাপ হয়ে যায়। কিন্তু ব্যাংকের চাকরিতে অন্যান্য চাকরির চেয়ে পদোন্নতি অনেক দ্রুত একথা সকলেই এক বাক্যে মেনে নেবেন। চাকরির তিন বছর পূর্ণ হলেই আপনি পদোন্নতির জন্য
বিবেচিত হবেন। অন্য কোন চাকরিতে এটা কল্পনাই করতে পারবেন না।
গৃহ নির্মাণ ঋণঃ
ব্যাংকার অথচ একটি বাড়ী বানাননি বা ফ্ল্যাট কেনেননি এরকম একজনও নাই বললেই চলে। কারণ চাকরির বয়স পাঁচ বছর হলে একজন সিনিয়র অফিসার ব্যাংক রেটে আশি লক্ষ টাকার মত গৃহ নির্মাণ ঋণ পেয়ে থাকেন।
গাড়ী লোনঃ
এজিএম পদে পদোন্নতি পাওয়ার পর আপনি কার লোন পাবেন মোটামুটি ভালো একটা এমাউন্ট। কার কেনার পর প্রত্যেক মাসে কার মেইনটেনেন্স কস্টও ব্যাংক আপনাকে দেবে যতদিন পর্যন্ত না আপনার লোন পরিশোধ হয়। ফলে মেইনটেনেন্সের টাকা দিয়েই আপনি লোনের কিস্তি পরিশোধ করতে পারবেন। সুতরাং বলা
যায় কারটা একদম ফ্রিতেই পাচ্ছেন।
মটরসাইকেল ঋণঃ
চাকরি বয়স ১ বছর হলে কম-বেশি ২ লক্ষ টাকা মোটরসাইকেল ঋণ পাবেন।
আরও দেখুন:
◾ ব্যাংকার হতে চান? আরেকবার ভাবুন
কম্পিউটার ঋণঃ
চাকরির বয়স ১ বছর পূর্ণ হলে কম্পিউটার কেনার জন্য ভালো একটা এমাউন্ট কম্পিউটার ঋণ পাবেন।
লাঞ্চ ভাতাঃ
ব্যাংকে উপস্থিত হলেই আপনি দুইশত টাকা লাঞ্চ ভাতা পাবেন। হয়তো খুব শীঘ্রই এই ভাতা বেড়ে যাবে। যদি না বাড়েও, তাহলেও অন্যান্য অনেক চাকরির থেকে আপনি মাসে কমপক্ষে চার হাজার টাকা বেশি পাচ্ছেন।
ইনসেনটিভ বোনাসঃ
ঈদ বা পুজা, নববর্ষ ভাতা ছাড়াও ব্যাংকের মুনাফার উপর ভিত্তি করে প্রতি বছর আপনি এক বেসিক থেকে শুরু করে পাঁচটা বা তারও বেশি ইনসেনটিভ বোনাস পাবেন। অতিরিক্ত এই টাকা দিয়েই আপনি প্রিয়জনকে নিয়ে একটা চমৎকার ট্যুর দিয়ে আসতে পারবেন।
ক্যালেন্ডারঃ
বছর শেষে নতুন বছরের ক্যালেন্ডার দেবে ব্যাংক। সুতরাং বাসার জন্য ক্যালেন্ডার কিনতে হবেনা বা কারো কাছে চাইতে হবেনা।
উচ্চশিক্ষা ও বিদেশ ভ্রমণঃ
উচ্চশিক্ষা ও বিদেশ ভ্রমণের সুযোগ আছে। এতে রথ দেখাও হয় কলা বেচাও হয়।
সিজারিং ব্যয়ঃ
ছেলে হোক আর মেয়ে হোক, সর্বোচ্চ দুটি সন্তানের সিজারিং ব্যয় ব্যাংক দেবে।
চিকিৎসা ব্যয়ঃ
আপনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, ব্যাংক আপনার চিকিৎসা ব্যয়ে অবদান রাখবে।
শ্রান্তি ও বিনোদন ভাতাঃ
চাকরির বয়স ৫ বছর পূর্ণ হলে প্রতি ৩ বছর পর পর ব্যাংক আপনাকে ১৫ দিনের ছুটি দেবে শ্রান্তির জন্য। শুধু তাই না, বিনোদন করার জন্য ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থও দেবে।
ক্লোজিং ভাতাঃ
প্রতি অর্থ বছরের ডিসেম্বর ও জুন মাসে বিকেবির অর্ধবার্ষিক ও বার্ষিক হিসাব সমাপনী হয়। এ উপলক্ষে কিছু ভাতা পাবেন।
সোর্সঃ ফেসবুক
আসসালামু আলাইকুম। আমি একটি জরুরী বিষয়ে আপনাদের সহযোগিতা চাইছি। আমি ২০১৩ সালে জুন এবং ডিসেম্বরে ব্যাংকিং ডিপ্লোমা পার্ট-১ পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আমি দুইবারে মোট ৫ বিষয়ে পাশ করেছিলাম। তারপর আর অংশ নেওয়া হয়নি। আপনাদের কাছে যদি ২০১৩ সালের জুন এবং ডিসেম্বর এর পরীক্ষার ফলাফল থাকে তবে আমাকে দিলে উপকৃত হই। আমি দেখতে চাইছি কোন বিষয়ে আমি পাশ করেছিলাম আর কোনটি বাকি আছে। তাহলে আমি ওই এক বিষয়ে পরীক্ষা দিতে পারবো। আশা করি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন। আমি ইন্টারনেট থেকে কোনো ভাবেই ডাউনলোড করতে পারিনি। আমার ইমেইলে পাঠালে উপকৃত হই।