ব্যাংকার

ব্যাংকার কে বা ব্যাংকার কারা?

ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলা হয়৷ ব্যাংক এবং ব্যাংকার শব্দটি ওতপ্রোতভাবে জড়িত৷ ব্যাংক এবং ব্যাংকিং কার্যাবলী ব্যাংকের নিজের পক্ষে পরিচালনা করা সম্ভবপর না হওয়ায় ব্যাংকিং বিষয়ে শিক্ষা এবং প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিদের দ্বারা ব্যাংকিং ব্যবসা পরিচালিত হয়ে থাকে৷

Definition of Banker (ব্যাংকারের সংজ্ঞা)
ব্যাংকার (Banker) শব্দটির ব্যবহার ১৬৫৪ সালের দিকে প্রথম শুরু হয়। শব্দটি ফ্রেঞ্চ banquier, banque বা ইতালিয়ান banca, মধ্যযুগীয় ল্যাটিন banca, bancus শব্দ মূল থেকে এসেছে। এর আভিধানিক অর্থ হলো মহাজন’ বা পোদ্দার বা ব্যাংকের মালিক বা যার নিকট ধন সম্পদ জমা থাকে।

আর পারিভাষিক অর্থে ব্যাংকার বলতে বুঝায়, যিনি ব্যাংকিং কার্যাবলী পরিচালনা বা সম্পাদন করেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে, একটি ব্যাংকের মালিক যেমন ব্যাংকার, তেমনি উক্ত ব্যাংকের কর্মচারী ও কর্মকর্তাগণও একজন ব্যাংকার। সুতরাং বলা যায় যে, ব্যাংকার বলতে ব্যাংকিং কার্যে নিয়োজিত ব্যক্তিবর্গকে বুঝানো হয়ে থাকে। যারা ব্যাংকের কার্যাবলী যেমন- আমানত গ্রহণ, ঋণদান, গ্রাহকদের বিভিন্ন বিষয়ে সাহায্য ও সহযোগিতা ইত্যাদি সম্পাদন করে থাকেন। তবে ব্যাংক শব্দের পরিপূরক হিসেবে ব্যাংকার শব্দটির ব্যবহার অনেক ক্ষেত্রে করা হয়ে থাকে। ব্যাপক অর্থে বলতে গেলে- যে ব্যক্তি, ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাংকিং ব্যবসায় জড়িত থাকে তাকে ব্যাংকার বলা হয়। নিম্নে বিভিন্ন মনিষীদের প্রদত্ত ব্যাংকারের সংজ্ঞাগুলো তুলে ধরা হলো-

অধ্যাপক জি ক্রাউথার এর মতে-
A Banker is a dealer in debts is on & of other people.
অর্থাৎ ব্যাংকার হল সেই ব্যক্তি যিনি নিজের এবং অন্যের জন্য ঋণের ব্যবসায় নিয়োজিত থাকেন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

১৮৮১ সালের ব্রিটিশ স্টাম্প আইনে বলা হয়েছে-
Any person carrying on the business of Banking is a banker
অর্থাৎ ব্যাংক ব্যবসায় লিপ্ত যে কোন ব্যক্তি ব্যাংকার।

১৮৮২ সালের ব্রিটিশ বিনিময় বিল আইনের ২ নং ধারায় বলা হয়েছে-
Banker includes a body of persons whether incorporated or not, who carry on business of banking.
অর্থাৎ ব্যাংকার বলতে ব্যাংক ব্যবসায় লিপ্ত যে কোন সংগঠনকে বুঝায়, তা রেজিস্ট্রি ভুক্ত হোক বা না হোক।

১৮৮১ সালের নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট এক্ট এর ধারা নং ৩ (ঘ)তে ব্যাংকার বলতে ব্যাংক ব্যবসার সাথে জড়িত যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে।

Mark Twain তাই কৌতুক করে বলেছেন-
A banker is a fellow who lends you his umbrella when the sun is shining, but wants it back the minute it begins to rain.
অর্থাৎ একজন ব্যাংকার এমন একজন ব্যক্তি, যিনি সূর্যের তাপ ছড়ানোর সময় তার ছাতা ধার দেন, তবে বৃষ্টি শুরু হওয়ার মুহূর্তে তা ফেরত নেন।

Wiktionary তে বলা হয়েছে-
One who conducts the business of banking; one who, individually, or as a member of a company, keeps an establishment for the deposit or loan of money, or for traffic in money, bills of exchange, etc.

Business Dictionary তে বলা হয়েছে-
An individual that is employed by a banking institution and participates in various financial transactions, which may or may not include investments.
অর্থাৎ একটি ব্যাংকিং প্রতিষ্ঠান দ্বারা নিযুক্ত ব্যক্তি এবং বিভিন্ন আর্থিক লেনদেনের মধ্যে অংশগ্রহণকারী, যা বিনিয়োগ অন্তর্ভুক্ত করতে পারে নাও হতে পারে।

Cambridge Advanced Learner’s Directory তে বলা হয়েছে-
Someone with an important position in a bank.
অর্থাৎ কোন একজন যিনি একটি ব্যাংকে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।

Merriam-Webster Dictionary তে বলা হয়েছে-
One that engages in the business of banking.
অর্থাৎ জনৈক যিনি ব্যাংকিং ব্যবসায় জড়িত।

Oxford Advanced Learner’s Directory তে বলা হয়েছে-
A person who owns a bank or has an important job at a bank.
অর্থাৎ একজন ব্যক্তি যিনি একটি ব্যাংকের মালিক বা একটি ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ করেন।

Oxford Dictionary তে বলা হয়েছে-
A person who manages or owns a bank or group of banks.
অর্থাৎ একজন ব্যক্তি যিনি একটি ব্যাংক পরিচালনাকারী বা ব্যাংক গ্রুপের মালিক।

মোটকথা- যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ অথবা প্রতিষ্ঠান অথবা মালিক ব্যাংকিং ব্যবসায় প্রত্যক্ষভাবে জড়িত থাকেন, তাকে বা তাদেরকে ব্যাংকার বলা হয়।

লেখকঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, ব্যাংকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button