একক ব্যাংকিং কি বা কাকে বলে?
ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ একক ব্যাংকিং ব্যবস্থা প্রকৃতি বা কাঠামোভিত্তিক শ্রেণীবিভাগ এর আওতাভুক্ত। সাধারণত যে ব্যাংকের কোন শাখা নেই তাকে একক ব্যাংক বলা হয়।
Definition of Unit Banking (একক ব্যাংকিং এর সংজ্ঞা)
যে ব্যাংক শুধুমাত্র একটি অফিসের মাধ্যমে কোন নির্দিষ্ট এলাকা বা জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে তাকে একক ব্যাংকিং বলে। একক ব্যাংকিংএর কার্যক্ষেত্র খুবই সীমিত তাই একে Micro Banking System বলা হয়ে থাকে৷
অধ্যাপক সেয়ার্স এর মতে-
The unit banking system is the unit or single office Bank saving its small local community.
অর্থাৎ কোন একটি ক্ষুদ্র জনগোষ্ঠী বা এলাকাকে ব্যাংকিং সহযোগিতা প্রদানের জন্য একটি অফিসের মাধ্যমে যে ব্যাংকিং কার্য পরিচালনা করা হয় তাকে একক ব্যাংকিং বলে।
ডঃ এম এ মান্নান এর মতে-
একক ব্যাংকিং বলতে এমন এক ধরণের ব্যবস্থাকে বুঝায় যেখানে একটি মাত্র ব্যাংকার স্বাধীন সত্তা বজায় রেখে কোন প্রকার শাখা-প্রশাখা ব্যতীত একটিমাত্র কেন্দ্রীয় অফিসের মাধ্যমে নির্দিষ্ট এলাকার ব্যাংক-ব্যবসা পরিচালনা করে থাকে। যে ব্যাংক এরূপ ব্যবসা করে থাকে তাকে একক ব্যাংক বলে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
একটি মাত্র শাখা বা অফিসের মাধ্যমে এই ব্যাংক সেবা প্রদান করে বলে এর পরিধি সীমাবদ্ধ। এ ব্যাংক দূরবর্তী কোন এলাকায় অর্থ প্রদানের প্রয়োজন পড়লে অন্য ব্যাংক বা প্রতিনিধির সাহায্য নিয়ে থাকে। এদের কার্যক্রম সীমিত হওয়ার কারণে পরিমাণও কম। এ ধরনের ব্যাংক সাধারণত এক মালিকানায় প্রতিষ্ঠিত হয়ে থাকে। তবে অংশীদারী বা যৌথ মূলধনী কোম্পানিও হতে পারে। তবে মালিকানা যাই হোক না কেন এ ব্যাংক অবশ্যই ব্যাংকিং আইন অনুযায়ী নিবন্ধিত। বাংলাদেশে এ ধরনের কোন ব্যাংকিং ব্যবস্থা নেই। যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এ ধরনের ব্যাংক এর প্রচলন ঘটে। সেখানে প্রায় শতকরা ৮৫ ভাগ ব্যাংকই একক ব্যাংকিং ব্যবস্থায় গঠিত৷
উপরোক্ত আলোচনার আলোকে বলা যায় যে, একক ব্যাংক হল এমন এক ধরনের ব্যাংক ব্যবস্থা যা একটি নির্দিষ্ট শাখার মাধ্যমে পরিচালিত কোন নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা প্রদানের মধ্যে সীমাবদ্ধ একটি প্রতিষ্ঠান৷