ব্যাংকিং

শাখা ব্যাংকিং কি বা শাখা ব্যাংকিং কাকে বলে?

ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ একক ব্যাংকের অসুবিধা থেকে গ্রাহকদের রেহাই দিতে পৃথিবীতে আবির্ভাব হয় শাখা ব্যাংকের। পৃথিবীতে শাখা ব্যাংকের প্রচলন ঘটে ইংল্যান্ড থেকে। অর্থাৎ শাখা ব্যাংকের আদিভূমি ইংল্যান্ড। আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থাও শাখা ব্যাংকিং। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক ইত্যাদি শাখা ব্যাংকের উদাহরণ।

Definition of branch banking (শাখা ব্যাংকিং এর সংজ্ঞা)
একটি প্রিন্সিপাল বা প্রধান শাখার অধীনে বিভিন্ন শাখার মাধ্যমে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে শাখা ব্যাংকিং বলা হয়। অর্থাৎ প্রধান শাখার মাধ্যমে দেশে এবং বিদেশে শাখাগুলো পরিচালিত হয় এবং বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। সাধারনত কোম্পানি সংগঠন হিসেবে শাখা ব্যাংক গঠিত হয়। শেয়ারহোল্ডারদের নির্বাচিত পরিচালনা পর্ষদ ব্যাংক পরিচালনা করে থাকে। প্রধান শাখার নির্দেশে অন্যান্য শাখা ব্যাংকগুলো পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। কার্যক্ষেত্র বিকেন্দ্রীভূত থাকলে প্রতিটি শাখা ব্যাংকের আদর্শ, নীতি অভিন্ন হয়। মোটকথা প্রধান শাখার প্রতিনিধি হিসেবে শাখা ব্যাংকগুলো কার্যাবলী সম্পাদন করে থাকে। নিম্নে শাখা ব্যাংকিং সম্পর্কে কয়েকজন বিশেষজ্ঞের মন্তব্য তুলে ধরা হলো-

অধ্যাপক ম্যাকলিয়েড এর মতে-
Branch banking system is that system of banking which controls and maintain many branches eithers the country or in abroad. Those banks are only the agents of any particular Bank.
অর্থাৎ যে ব্যাংকিং ব্যবস্থায় দেশ-বিদেশে অনেকগুলো শাখা খুলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে তাকে শাখা ব্যাংকিং বলা হয়। শাখাগুলো নির্দিষ্ট ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে৷

অধ্যাপক জে এল হ্যানস এর মতে-
A banking system with a small number of banks each with a large number of branches is known as branch banking.
অর্থাৎ একটি ব্যাংকিং ব্যবস্থার অধীনে কিছু সংখ্যক ব্যাংক তাদের অসংখ্য শাখা নিয়ে যে ব্যাংক ব্যবসা পরিচালনা করে তাকে শাখা ব্যাংকিং বলে৷

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অধ্যাপক এম এন মিশ্রের মতে-
শাখা ব্যাংকিং ব্যবস্থার অধীনে কিছু সংখ্যক ব্যাংক তাদের অসংখ্য শাখা নিয়ে যে ব্যাংক ব্যবসা পরিচালনা করে থাকে তাকে শাখা ব্যাংক বলে৷

অধ্যাপক এম এ মান্নান এর মতে-
যে ব্যাংকিং পদ্ধতিতে একটি কেন্দ্রীয় অফিসের অধীনে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত হয় তাকে শাখা ব্যাংকিং বলে৷

পরিশেষে বলা যায় যে, শাখা ব্যাংকিং ব্যবস্থায় একটি প্রধান বা প্রিন্সিপাল শাখা থাকতে হবে এবং এর অধীনে থেকে দেশের যে কোন স্থানে এমনকি দেশের বাইরেও শাখাসমূহ পরিচালিত হবে, এরূপ ব্যাংকিং ব্যবস্থাকে শাখা ব্যাংকিং ব্যবস্থা বলা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button