গল্প ও কবিতাব্যাংকার
বিয়ের ঋণ (ব্যাংক লোন)
বাংলাদেশের নয় ব্যাংকে
এবার দেবে বিয়ের ঋণ
খবর শুনে আইবুড়োরা
নেচে ওঠে তা ধিন ধিন।
বিয়ের জন্য টাকার দরকার
জোগাড় করতে পারেনি
আধা বয়স হয়ে গেছে
তবু বিয়ে করেনি।
বিয়ে বাড়ী গেছে অনেক
দেখেছে বিয়ের পিড়ে
শখ হয়েছে বসতে তাতে
দেয়নি তা কেউ পেড়ে।
অন্যের বউয়ের মুখ দেখে
ছেড়েছে অনেক দীর্ঘশ্বাস
এবার হবে স্বপ্ন পূরণ
পেয়ে নতুন আশ্বাস।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
চিরকুমার ভাবছে বসে
সুযোগটা কি নেবো
ফুলির বিয়ে হয়নি আজও
প্রস্তাব নিয়ে যাবো।
আইবুড়ো নাম ঘুছবে এবার
হবে তারা সংসারী
তোমরা যারা খোঁটা দিতে
তাদের মুখে থু মারি।
লেখকঃ মোঃ নজরুল ইসলাম, কবি ও ব্যাংকার