উত্তরা ব্যাংক জব সার্কুলারব্যাংক জব সার্কুলার

বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ দেবে উত্তরা ব্যাংক সিকিউরিটিজ

বাংলাদেশের বেসরকারি খাতের ব্যাংক হিসেবে অন্যতম হলো একটি উত্তরা ব্যাংক লিমিটেড (Uttara Bank Limited)। ব্যাংকটির সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান হলো উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড- ইউবিএসএল (Uttara Bank Securities Limited- UBSL)। সম্প্রতি প্রতিষ্ঠানটিতে “বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (চুক্তিভিত্তিক)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১২ জুন, ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরণ: চুক্তিভিত্তিক ও অস্থায়ী৷
✓ প্রার্থীর ধরণ: নারী পুরুষ উভয়েই৷
✓ কর্মস্থল: ঢাকা ও চট্টগ্রাম।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি থাকতে হবে।
✓ স্নাতকোত্তর ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
✓ ৪-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়স: ৩০ জুন, ২০২৩ তারিখে ৩৫ বছরের বেশি না হওয়া।
✓ তবে অধিক যোগ্য প্রার্থীর জন্য বয়স সীমা শিথিল করা হবে।
✓ পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
✓ আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৪-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ প্রার্থীদের অবশ্যই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে অনুমোদিত রিপ্রেজেন্টেটিভ লাইসেন্স এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড থেকে ট্রেডার সার্টিফিকেট থাকতে হবে।
✓ প্রার্থীদের অবশ্যই কম্পিউটার লিটারেসি থাকতে হবে৷

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

বেতন ও ভাতাঃ
✓ মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
✓ অনলাইনের মাধ্যমে আবেদন করার পর প্রার্থীরা একটি ট্র্যাকিং নম্বর পাবেন। ট্র্যাকিং নম্বর ফর্মে দেওয়া নির্দেশাবলী যথাযথভাবে মেনে চলতে হবে।
✓ শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ কোনো আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না।
✓ অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে
✓ সরাসরি আবেদন করতে ক্লিক করুন- এখানে
✓ কর্তৃপক্ষ কোনো কারণ ব্যতিরেকে যেকোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে এবং প্রয়োজনে কোনো কারণ দর্শানো ছাড়াই নিয়োগ/ নির্বাচন প্রক্রিয়া বাতিল/ সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।

আবেদনের শেষ তারিখঃ
✓ ১২ জুন, ২০২৩।

সোর্সঃ বিডি জবস

About Uttara Bank Limited:
Uttara Bank Limited is one of the largest private Banks in Bangladesh. This well established and ancient bank has a rich history. With the initiation of some renown bengali businessmen it was established to facilitate the disadvantaged people of the then East Pakistan and started its banking operation officially on 28th January of 1965 in name of “Eastern Banking Corporation” with four branches which soon reached 60 just before the independence. During Non-cooperation movement in 1971, this bank performed the treasury function of East Bengal.

After independence, Eastern Banking Corporation was nationalized and renamed as “Uttara Bank” and resumed its banking operation from 26th March 1972. Embarking on a progressive journey, Uttara Bank continued to grow and expand in the successive years. It took the name “Uttara Bank Ltd.” after privatization from June,1983 and became one of the largest private sector bank of Bangladesh. In the later years, Uttara Bank became the trend setter in the banking industry, acquiring lion’s share in inward foreign remittances and a major market share in loans to large, medium and small industries, traders and farmers. Based on the bank’s consistent strong financial performance and its expanding presence, Uttara Bank Ltd. is currently ranked as the most trusted bank in Bangladesh.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ বাংলাদেশ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ বাংলাদেশ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ বাংলাদেশ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button