উত্তরা ব্যাংক প্রবেশনারি অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
উত্তরা ব্যাংক প্রবেশনারি অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি- উত্তরা ব্যাংক পিএলসি (Uttara Bank PLC) বাংলাদেশের বেসরকারী ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ একটি ব্যাংক। ব্যাংকটিতে “প্রবেশনারি অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩০ জুন, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ প্রবেশনারি অফিসার
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: বাংলাদেশের যে কোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ যে কোনো বিশ্ববিদ্যালয়/ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
✓ প্রার্থীদের সকল শিক্ষাগত পরীক্ষায় প্রথম শ্রেণি/ বিভাগ থাকতে হবে।
✓ এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে কমপক্ষে ৪.০০ পয়েন্ট থাকতে হবে৷
✓ স্নাতক/ স্নাতক (অনার্স) এবং স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে ৩.০০ অথবা ৫.০০ এর মধ্যে কমপক্ষে ৩.৭৫ পয়েন্ট থাকতে হবে৷
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়স: ৩০ জুন, ২০২৪ তারিখে ৩০ বছরের বেশি নয়।
✓ পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
✓ প্রার্থীদের অবশ্যই কম্পিউটার লিটারেসি থাকতে হবে৷
✓ অন্যত্র চাকরিরত প্রার্থীকে যথাযথ চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে।
✓ আগ্রহী প্রার্থীরা ০৫ জুন, ২০২৪ থেকে উত্তরা ব্যাংক পিএলসি-এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
✓ নির্বাচিত প্রার্থীদের প্রবেশন সময়কাল শেষ হওয়ার পরে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের জন্য ব্যাংকে চাকরি করবেন এই প্রতিশ্রুতি দিতে হবে।
বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাঃ
✓ এক (০১) বছর প্রবেশন পিরিয়ডে মাসিক বেতন হবে- ৪০,০০০ টাকা (কনসোলিডেটেড)।
✓ প্রবেশন সময়কাল সফলভাবে সম্পন্নকারীরা ‘সিনিয়র অফিসার’ হিসেবে ২২,০০০-৫৭,৪০০ টাকা বেতন স্কেলভুক্ত এবং এই গ্রেডে গ্রহণযোগ্য অন্যান্য ভাতা ও সুবিধা প্রাপ্ত হবেন।
আবেদন পদ্ধতি
বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কোনো কারণ ছাড়াই ব্যাংক যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীরা উত্তরা ব্যাংকের ওয়েবসাইট (www.uttarabank-bd.comwww.uttarabank-bd.com) থেকে আবেদনপত্র পূরণ করে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত জমা দিতে পারবেন। আবেদন এর কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ৩০ জুন, ২০২৪।
সোর্সঃ উত্তরা ব্যাংক পিএলসি
About Uttara Bank PLC:
Uttara Bank PLC is one of the largest and oldest private sector commercial banks in Bangladesh. Uttara Bank PLC. the well established and ancient bank has a rich history. With the initiation of some renown bengali businessmen it was established to facilitate the disadvantaged people of the then East Pakistan and started its banking operation officially on 28th January of 1965 in name of “Eastern Banking Corporation” with four branches which soon reached 60 just before the independence. During Non-cooperation movement in 1971, this bank performed the treasury function of East Bengal. After independence, Eastern Banking Corporation was nationalized and renamed as “Uttara Bank” and resumed its banking operation from 26th March 1972.
ডিসক্লেইমারঃ ‘ব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে। |
Embarking on a progressive journey, Uttara Bank continued to grow and expand in the successive years. It took the name “Uttara Bank Limited.” after privatization from June, 1983 and became one of the largest private sector bank of Bangladesh. In the later years, Uttara Bank became the trend setter in the banking industry, acquiring lion’s share in inward foreign remittances and a major market share in loans to large, medium and small industries, traders and farmers. Based on the bank’s consistent strong financial performance and its expanding presence, from 03 July, 2023 it started its new journey with the name “Uttara Bank PLC.” instead of “Uttara Bank Limited”. Uttara Bank PLC. is currently ranked as the most trusted bank in Bangladesh.
At present the bank has 247 Branches and 38 Sub Branches all are under online network. Total number of employees are 4003. In addition, its effective and diversified approach to seize the market opportunities is going on as continuous process to accommodate new customers by developing and expanding rural, SME financing and offshore banking facilities. Besides these traditional delivery points, the bank is also very active in the alternative delivery area. It currently has the facilities of SMS Banking, Internet Banking and a large number of ATMs of its own with ATM sharing arrangement with other partner banks.
উত্তরা ব্যাংক পিএলসি (Uttara Bank PLC) বাংলাদেশের অন্যতম পুরাতন ও বৃহত্তম বেসরকারি মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ১৯৬৫ সালের ২৮ জানুয়ারি “ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন” নামে প্রতিষ্ঠা লাভ করে। কর্পোরেশনটি একই বছরের ২২ জুন কার্যক্রম শুরু করে। ১৭ সেপ্টেম্বর ১৯৬৫ তারিখে এটি ঢাকা ক্লিয়ারিং হাউস-এর সদস্য হয়। কর্পোরেশনটি ১.৪২ মিলিয়ন টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করে এবং প্রথম বছর ১০ মিলিয়ন টাকা আমানত সংগ্রহ করতে সক্ষম হয়। ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন শাখা ছিল ৪টি এবং বাংলাদেশের স্বাধীনতার পূর্ব পর্যন্ত ব্যাংকটির শাখার সংখ্যা দাঁড়ায় ৬০টি। এটি সম্পূর্ণভাবে বাঙালি তথা পূর্ব পাকিস্তানের কতিপয় ক্ষুদ্র আয়সম্পন্ন উদ্যোক্তা কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং তারা এর পরিশোধিত মূলধনের পুরোটাই যোগান দেয়।
১৯৭১ সালের স্বাধীনতার পর বাংলাদেশ ব্যাংকস (ন্যাশনালাইজেশন) অধ্যাদেশ ১৯৭২-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সরকার ১৯৭২ সালে ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশনকে অন্যান্য ব্যাংকের ন্যায় জাতীয়করণ করে এবং উত্তরা ব্যাংক নাম দিয়ে এর ৯৫% মালিকানা গ্রহণ করে। এ সময়ে বাংলাদেশে ব্যাংকটির মোট ১৮২টি শাখা ছিল। ১৯৮৩ সালের ১৫ সেপ্টেম্বর ব্যাংকটিকে একটি লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয় এবং বেসরকারি খাতের শেয়ারহোল্ডারদের নিকট শেয়ার মালিকানা হস্তান্তর করা হয়। ৩১ ডিসেম্বর ২,০০০ তারিখে উত্তরা ব্যাংক লিমিটেড-এর অনুমোদিত মূলধন ২০০ মিলিয়ন টাকায় বৃদ্ধি করা হয়। ব্যাংকটির প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্তিত। এটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর তালিকাভুক্ত।
উত্তরা ব্যাংক পিএলসি ২৪৭টি শাখা ও ৩৮টি উপ-শাখা এবং ৪,০০৩ জন এমপ্লয়ি নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। দেশে বিদেশে কার্যক্রম পরিচালনার জন্য ১২টি অঞ্চলে বিভক্ত করে ১২ আঞ্চলিক অফিস করা হয়েছে। এছাড়াও ব্যাংকটি বৈদেশিক বাণিজ্যে সম্পাদনের জন্য প্রায় ৬০০টি বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। বাংলাদেশের ব্যাংকিং খাতের সাম্প্রতিক মন্দা স্বত্ত্বেও উত্তরা ব্যাংক ধারাবাহিক উন্নতি করে যাচ্ছে।