ইউনিয়ন ব্যাংক জব সার্কুলারব্যাংক জব সার্কুলার

ট্রেইনি সেলস এক্সিকিউটিভ (TSE) নিয়োগ দেবে ইউনিয়ন ব্যাংক

ইউনিয়ন ব্যাংক লিমিটেড (Union Bank Limited) চতুর্থ প্রজন্মের শরিয়াহ্ ভিত্তিক একটি ব্যাংক। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘ট্রেইনি সেলস এক্সিকিউটিভ (TSE)’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আগামী ০২ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নামঃ ট্রেইনি সেলস এক্সিকিউটিভ (TSE)
✓ প্রতিষ্ঠানের নাম: ইউনিয়ন ব্যাংক লিমিটেড।
✓ জব গ্রেড: ।
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
✓ জব লোকেশন: ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ মার্কেটিং, বিজনেস অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে।
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়সসীমা ২২ বছর থেকে ৩০ বছর।
✓ ভাল যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
✓ চূড়ান্ত নিয়োগের পর ঢাকা ডিভিশন/ চট্টগ্রাম ডিভিশন বা সিলেট ডিভিশনে কাজ করতে হবে।

বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
✓ মাসিক বেতন- ১৫০০০ টাকা।
✓ এছাড়াও কোম্পানির নীতিমালা অনুসারে সকল সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন পর্যায়ে যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে
✓ আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ০২ ফেব্রুয়ারি, ২০২৩।

সোর্সঃ ইউনিয়ন ব্যাংক লিমিটেড

About Union Bank Limited:
Union Bank Limited, a fourth generation progressive Shariah based Bank with excellent working environment, corporate culture & having its business network with 93 Branches across the country desires to recruit Trainee Sales Executive (TSE) to strengthen its team of Professionals. Potential individuals who are challenge striving, forward looking, proactive & self-motivated possessing innate leadership quality & pleasant personality with the following criteria are encouraged to apply.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button