অনৈতিক ইচ্ছে (ব্যাংকারদের জন্য)
ও ভাই শোনো আমি যদি
এক্সিকিউটিভ হই
সাথে সাথে প্রকাশ করব
ডজন খানেক বই।
একটা ছড়া একটা কাব্য
একটা রম্য গল্প
উপন্যাস লিখব আমি
গোটা তিনেক অল্প।
বড় বড় মনীষিদের
কোটেশন করে চুরি
হরেক রকম নামে প্রকাশ
করব ভুরি ভুরি।
একেক বইয়ের একেক প্যারা
তাতেই হবে বেশ
প্রকাশ করা বই যে হবে
এক নিমিষে শেষ।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
সেটা ও ভাই নাই বা হলো
তাতে আমার কি
শাখা প্রধান থাকবে যারা
তারাই ঢালবে ঘি।
আমি শুধু শাখায় শাখায়
পাঠিয়ে দিব বই
শাখা প্রধান বই বেচতে
লাগাবে হই চই।
ফকির স্যারে বই ছেপেছে
কিনতে হবে সবার
না কিনে কি উপায় আছে
কোন স্টাফের বাবার?
কে কে বই কিনবে না
কর নামের লিষ্টি
এ সি আর দিতে তাদের
দিব বিশেষ দৃষ্টি!!
পড়ো না পড়ো তাতে কি
কিনে রাখো বই
বড় স্যারের বই কিনলে
পাবে ওঠার মই।
মইটা বেয়ে উঠবে তুমি
সিড়ির পরে সিড়ি
তেলটা ভালো দিতে পারলে
বাড়বে আরো শ্রী।
বাজারে আমি নাই বা পেলাম
মাত্র পাঠক চার
চৌদ্দ হাজার স্টাফেই কিনে
করবে যে সাবাড়!
এ সি ‘র নীচে বসে বসে
লিখবো শুধু বই
ইচ্ছে করে এখনই তাই
এক্সিকিউটিভ হই।
লেখকঃ বেলাল হোসেন ফকির, কবি ও ব্যাংকার।
(একটি বই কেনাকে কেন্দ্র করে….কবির এই কবিতাটি লেখা)