ট্রেইনি এসিস্ট্যান্ট ক্যাশ অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক
ট্রাস্ট ব্যাংক লিমিটেড (Trust Bank Limited) বাংলাদেশের সেনা কল্যাণ সংস্থা (আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট) কর্তৃক পরিচালিত একটি ব্যাংক যা বেসরকারী মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। ব্যাংকটিতে “ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার” পদে নিয়োগ দেওয়া হবে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ০৪ মার্চ, ২০২৩ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী।
✓ প্রার্থীর ধরণ: নারী পুরুষ উভয়েই৷
✓ কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ এসএসসি ও এইচএসসি: মিনিমাম জিপিএ ৫.০০ এর মধ্যে ৩.০০ থাকতে হবে।
✓ O লেভেল এবং A লেভেল: মিনিমাম জিপিএ ৫.০০ এর মধ্যে ৩.০০ থাকতে হবে (Average CGPA of top 5 subjects in O Level and 2 subjects in A Level will be considered) ক্যালকুলেশন অফ সিজিপিএ- A=5, B=4, C=3, D=2, E=1।
✓ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় (ইউজিসি অনুমোদিত) থেকে স্নাতক ও স্নাতকোত্তর। সিজিপিএ ৪.০০ এর মধ্যে ২.৫০ অথবা ৫০% নম্বর থাকতে হবে।
✓ শুধুমাত্র প্রকাশিত একাডেমিক ফলাফল গ্রহণযোগ্য।
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
চাকরির অন্যান্য শর্তাবলীঃ
✓ বয়স ১৮ থেকে ৩০ বছর।
✓ জব লোকেশন: বাংলাদেশের যেকোনো স্থানে।
বেতন ও ভাতাঃ
✓ ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে।
✓ আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ০৪ মার্চ, ২০২৩।
আরও দেখুন:
◾ এক চান্সেই ব্যাংকে চাকরি পেতে প্রস্তুতি নেবেন যেভাবে
সোর্সঃ ট্রাস্ট ব্যাংক লিমিটেড
About Trust Bank Limited:
Trust Bank Limited (TBL) is one of the leading private commercial banks having a spread network of 114 branches & SME centers, 242 ATM Booths and 140 POS in 114 Branches across Bangladesh and plans to open more branches to cover the important commercial areas in Dhaka, Chattogram, Sylhet and other areas in 2022.
The bank, sponsored by the Army Welfare Trust (AWT), is first of its kind in the country. With a wide range of modern corporate and consumer financial products Trust Bank has been operating in Bangladesh since 1999 and has achieved public confidence as a sound and stable bank.