ট্রাস্ট ব্যাংক কর্পোরেট মার্কেটিং অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
ট্রাস্ট ব্যাংক কর্পোরেট মার্কেটিং অফিসার (AO-SPO) নিয়োগ বিজ্ঞপ্তি – ট্রাস্ট ব্যাংক পিএলসি (Trust Bank PLC) বাংলাদেশের সেনা কল্যাণ সংস্থা (আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট) কর্তৃক পরিচালিত একটি বেসরকারী মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির আইটি ডিভিশনে “কর্পোরেট মার্কেটিং অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৫ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ কর্পোরেট মার্কেটিং অফিসার
✓ বিভাগ: ক্রেডিট কার্ড, পিওএস, ই-কমার্স অ্যান্ড কিউআর মার্চেন্ট।
✓ জব গ্রেড: অ্যাসিস্ট্যান্ট অফিসার – সিনিয়র প্রিন্সিপাল অফিসার।
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী।
✓ কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর/ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
✓ শিক্ষা জীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি/ বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
✓ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অন্যান্য শর্তাবলীঃ
✓ প্রার্থীর বয়স ২৫ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
✓ আন্তঃব্যক্তিক এবং চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে (মৌখিক এবং লিখিত)।
✓ উৎসাহী, অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ এবং ফলাফল ভিত্তিক হতে হবে।
✓ শক্তিশালী আলোচনার দক্ষতা থাকতে হবে।
✓ দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে।
✓ গ্রাহকের সমস্যা সমাধান করার ক্ষমতা থাকতে হবে।
✓ বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যে কোনো ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে। ট্রাস্ট ব্যাংক পিএলসি কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদেরকে সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ছবি সহ অনলাইনে আবেদন করতে হবে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ১৫ জানুয়ারি, ২০২৫।
সোর্সঃ ট্রাস্ট ব্যাংক পিএলসি
About Trust Bank PLC:
Trust Bank PLC (ট্রাস্ট ব্যাংক পিএলসি) is one of the private commercial banks in Bangladesh. It was established in 1999. The bank sponsored by the Army Welfare Trust (AWT), is the first of its kind in the country. With a wide range of modern corporate and consumer financial products Trust Bank has been operating in Bangladesh and has achieved public confidence as a sound and stable bank.
The banks have a spread network of 116 branches & SME centers, 8 sub-branches, 265 ATM Booths and above 500 POS across Bangladesh. Trust Bank successfully launched Online Banking Services which facilitate Any Branch Banking, ATM Banking, Debit Card and Credit Card, Phone Banking, SMS Banking & Internet Banking to all customers.
ডিসক্লেইমারঃ ‘ব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে। |
ট্রাস্ট ব্যাংক পিএলসি (Trust Bank PLC) বাংলাদেশের বেসরকারী ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি ব্যাংক। এটি বাংলাদেশ আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট (AWT) তথা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বেসরকারী মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ১৯৯৯ সালের মে মাসে নিবন্ধিত এবং একই বছরের জুলাই মাসে বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্স প্রাপ্ত হয়। একই বছর ২৯ নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাকালীন এর অনুমোদিত মূলধন ছিল ১০০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ছিল ২০০ মিলিয়ন টাকা। ব্যাংকটির প্রধান কার্যালয় স্বাধীনতা টাওয়ার, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ঢাকা সেনানিবাস, ঢাকা, বাংলাদেশে অবস্থিত।
বর্তমানে ব্যাংকটির ১৬টি শাখা ও এসএমই সেন্টার, ৮টি উপ-শাখা, ২৬৫টি এটিএম বুথ, ৫০০টি পিওএস সেন্টার এবং মোট জনশক্তি রয়েছে ১৯৫১ জন। ট্রাস্ট ব্যাংক সর্বপ্রকার বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত। ব্যাংকটি ট্রাস্ট টার্গেট, ট্রাস্ট ডাবল ডিপোজিট স্কিম এবং ট্রাস্ট ডিপোজিট ইন্সুরেন্স স্কিম নামে ৩টি নতুন ধরনের আমানত স্কিম চালু করে। ট্রাস্ট ব্যাংক লিমিটেড ইতোমধ্যে বিভিন্ন পেশার জনগণের আয় এবং প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে বেশকিছু কাস্টমার ফোকাস্ড স্কিম চালু করেছে। আমানত প্রকল্পগুলো হলো: ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর), ট্রাস্ট স্মার্ট সের্ভাস স্কিম (টিএসএস), ট্রাস্ট দ্বিগুণ লাভ স্কিম (টিডিএলএস), ট্রাস্ট মানি মেকিং স্কিম (টিএমএমএস), ট্রাস্ট এডুকেয়ার স্কিম (টিইএস), মাসিক মুনাফা ভিত্তিক ডিপোজিট স্কিম (এমবিডিএস), লাখপতি সঞ্চয় প্রকল্প (এলএসএস) এবং ইন্টারেস্ট ফাস্ট ডিপোজিট স্কিম (আইএফএফডিএস)।
২০০৬ সাল থেকে ট্রাস্ট ব্যাংক অন-লাইন ব্যাংকিং সেবা চালু করে। এটি কার্ড সেবা (ক্রেডিট ও ডেবিট) ও ফোন ব্যাংকিং সেবা দিয়ে থাকে। ব্যাংকটি ২০০৮ সালে মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম এবং ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এ ব্যাংকের উপার্জিত সকল মুনাফা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট-এর কল্যাণমুখী কার্যক্রমে বিনিয়োজিত হয়। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর নিজস্ব কর্মসূচি রয়েছে। এ ব্যাংক সেনা, নৌ ও বিমান বাহিনীর সাধারণ সদস্যদের কল্যাণে ও তাদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে সহজ শর্তে ঋণ সুবিধা দিয়ে থাকে। ব্যাংকটি বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্য সম্পাদনে ২১টি বিদেশি ব্যাংকের সঙ্গে করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্ক স্থাপন করেছে।