বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রনিক ব্যবস্থায় লেনদেন করুন
ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রনিক ব্যবস্থায় লেনদেন করুন সাশ্রয়ী, গতিশীল ও নিরাপদ থাকুন। বাংলাদেশ ব্যাংক পরিচালিত ৩টি ইলেক্ট্রনিক ব্যবস্থায় কম খরচে দ্রুত ও নিরাপদে ব্যাংকিং করুন, যেখানে-
• সময় বাঁচবে;
• খরচ কমবে;
• নগদ বহনের ঝুঁকি নেই; ও
• জাল নোটের ঝুঁকি নেই।
১) বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN)
এই লেনদেন ব্যবস্থায় কোনো ফি ছাড়াই সহজে আপনি যে সব সেবা পাবেনঃ
• নিজের ব্যাংক হিসাব হতে অন্য যে কোনো ব্যাংকের গ্রাহকের হিসাবে টাকা পাঠানো;
• প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের মাসিক বেতন-ভাতা পরিশোধ;
• গ্রাহককে ডিভিডেন্ট, ইন্টারেস্ট প্রভৃতি পরিশোধ;
• গ্রাহকের ব্যাংক হিসাব হতে বিদ্যুৎ, পানি, গ্যাস বিল, ঋণের কিস্তি, বীমা প্রিমিয়াম আদায়।
২) বাংলাদেশ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (BD-RTGS)
এই লেনদেন ব্যবস্থায় আপনি এক মুহূর্তেই নিজের ব্যাংক হিসাব হতে এক লক্ষ বা তার বেশি অঙ্কের টাকা অন্য যে কোনো ব্যাংকের গ্রাহকের হিসাবে পাঠাতে পারেন, যাতে সর্বোচ্চ ফি মাত্র ১০০ টাকা।
৩) ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB)
এই লেনদেন ব্যবস্থায় আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ব্যাংক হিসাবের মাধ্যমে যে কোনো ব্যাংকের ATM, POS ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে যে সব সেবা পাবেনঃ
• কোনো ফি ছাড়াই নিজ ব্যাংকের ATM এ নগদ টাকা তোলা, ব্যালেন্স অনুসন্ধান এবং হিসাব বিবরণী সংগ্রহ;
• অন্য ব্যাংকের ATM এ ১৫ টাকা ফি-তে নগদ টাকা তোলা এবং ৫ টাকা ফি-তে ব্যালেন্স অনুসন্ধান ও হিসাব বিবরণী সংগ্রহ;
• কোনো ফি ছাড়াই POS এর মাধ্যমে পণ্য/সেবার মূল্য পরিশোধ;
• কোনো ফি ছাড়াই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে নিজের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ব্যাংক হিসাব হতে অন্য ব্যাংকের গ্রাহরে হিসাবে এক মুহূর্তেই টাকা পাঠানো।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন অথবা বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক-কে ই-মেইল করুনঃ gmpsd@bb.org.bd