কেন্দ্রীয় ব্যাংক একটি জনকল্যাণমূলক অমুনাফাভোগী জাতীয় প্রতিষ্ঠান। সর্বসাধারণের মঙ্গল নিশ্চিত করাই এবং দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করানোই কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। বিচার-বিশ্লেষণের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যাবলিকে নিম্নলিখিতভাবে উপস্থাপন করা যায়-
১) Strong currency market structure and control (বলিষ্ঠ মুদ্রা বাজার গঠন ও নিয়ন্ত্রণ)
কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হলো সুসংগঠিত মুদ্রা বাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা।
২) Economic development (অর্থনৈতিক উন্নয়ন)
অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত অর্থে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের উদ্দেশ্যেই কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে।
৩) Notes and currency circulation (নোট ও মুদ্রা প্রচলন)
বাজারে চাহিদা অনুযায়ী নোট ও মুদ্রা প্রচলন ও নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রধান উদ্দেশ্য।
৪) Foreign currency control (বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ)
কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার আগমন ও নির্গমন নিয়ন্ত্রণ করে থাকে। আমদানি ও রপ্তানিকে দেশের অর্থনীতির অনুকূলে রাখতে হলে বৈদেশিক মুদ্রার ওপর নিয়ন্ত্রণ অপরিহার্য।
৫) Currency quality control (মুদ্রার মান নিয়ন্ত্রণ)
কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে দেশীয় মুদ্রার মান অক্ষুন্ন রাখতে চেষ্টা করে।
৬) Banker’s Bank (ব্যাংকসমূহের ব্যাংকার)
অন্যান্য তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ব্যাংকগুলোর ব্যাংক হিসেবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য।
৭) Clearing House (নিকাশ ঘর)
গোটা ব্যাংকিং ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যকার লেনদেন নিষ্পত্তি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক।
৮) Credit Control (ঋণ নিয়ন্ত্রণ)
বাণিজ্যিক ব্যাংকের পর্যাপ্ত হারে ঋণ সরবরাহ এবং অতিরিক্ত ঋণ সরবরাহ করলে ঋণ সংকোচন নিশ্চিত করে অর্থ বাজারকে স্থিতিশীল করা কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে।
৯) Adviser of Government (সরকারের পরামর্শক)
অভ্যন্তরীণ ও বৈদেশিক সব ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন ও সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য।
১০) Stabilize Price-Level (মূল্যস্তর স্থিতিশীল রাখা)
অস্থিতিশীল মূল্যস্তর অর্থনীতিতে মন্দাভাব দেখা দিয়ে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংক অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রেখে মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করে থাকে।
১১) Government bank (সরকারের ব্যাংক)
সরকারের অর্থ সংরক্ষণ এবং সরকারের যাবতীয় লেনদেন সম্পাদন কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
১২) Public welfare (জনকল্যাণ)
যেহেতু কেন্দ্রীয় ব্যাংক কোন মুনাফাভোগী প্রতিষ্ঠানের নয় তাই জনগণের কল্যাণে নিয়োজিত থাকায় কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য।
১৩) Equitable distribution of assets (সম্পদের সুষম বন্টন)
বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশের সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য।
১৪) Help in the formation of capital (মূলধন গঠনে সহায়তা করা)
কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান করে তাদের গ্রাহকদের ঋণ প্রদানের ক্ষমতা বৃদ্ধি করে থাকে।
১৫) Build a well organized banking system (সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা)
পরিকল্পিতভাবে একটি সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা করে তোলা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটি উদ্দেশ্য।
১৬) Leader of banking system (ব্যাংক ব্যবস্থার পথপ্রদর্শক)
দেশের অন্যান্য ব্যাংকসমূহের পথপ্রদর্শক হিসেবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য।