ছাত্র-ছাত্রীদের জন্য টাকা সঞ্চয়ের ৩১টি কৌশল
ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ মনে রাখবেন আর্থিক সাফল্যের চাবিকাঠি হচ্ছে আপনি কিভাবে আপনার অর্থ ব্যয় করছেন এবং খারাপ অভ্যাসগুলি কাটিয়ে উঠছেন। অধিকাংশ শিক্ষার্থীদের হিসাব করে জীবন যাপন করতে হয়। এটা মজাও নয়, আবার সহজও নয়। মনে রাখবেন, কিভাবে আপনি আপনার অর্থ ব্যয় করছেন সেটাই হচ্ছে আর্থিক সাফল্যের চাবিকাঠি। নিজের সামর্থের মধ্যে জীবন যাত্রার ব্যয় মেটানো তে কোন ভুল নেই বরং তা অতিক্রম করার মধ্যেই ভুল নিহিত। নিচের অর্থ সঞ্চয়ের কৌশল গুলোর মাধ্যমে আপনি আপনার সঞ্চয়কে আরো বৃদ্ধি করুন-
কৌশল ১
ব্যবহৃত পাঠ্যপুস্তক কিনুন বা ভাড়া করুন এবং বছর শেষে কিংবা শেষ সেমিষ্টারে বইগুলি আবার বিক্রি করুন।
কৌশল ২
ভবিষ্যতে প্রয়োজন হতে পারে এমন জিনিস কেনাকাটা এখন করবেন না পরে করবেন।
কৌশল ৩
ক্ষুধার্ত অবস্থায় কখনোই মুদি দোকানে কেনাকাটা করতে যাবেন না।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
কৌশল ৪
আপনি বাইরে খেতে যাওয়ার সংখ্যা সীমিত করে দিন।
কৌশল ৫
বদ অভ্যাসগুলো যেমন- ধূমপান করা ও প্রয়োজনীয় খরচ ত্যাগ করুন।
কৌশল ৬
জরিমানা এড়ানোর জন্য যথাসময়ে বিল পরিশোধ করুন।
কৌশল ৭
আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে যত দ্রুত সম্ভব বিল পরিশোধ করুন।
কৌশল ৮
গাড়ি বা রিক্সা ব্যবহার না করে হাঁটুন, পাবলিক ট্রান্সপোর্ট অথবা মোটর সাইকেল ব্যবহার করুন।
কৌশল ৯
অন্যদের সাথে বসবাস করুন যাতে করে আপনি বাড়ি ভাড়া এবং বিল ভাগাভাগি করতে পারেন।
কৌশল ১০
আরো মৌলিক ফোন প্যাকেজ বা প্লানসমুহ বিবেচনা করতে পারেন, যাতে তুলনামূলক সাশ্রয়ী রেটে ফোন ব্যবহার করা যায়।
কৌশল ১১
আপনি খাবারের ক্ষেত্রেও হিসেব করে খরচ করতে পারেন।
কৌশল ১২
যেসব দোকানে শিক্ষার্থীদের কেনাকাটায় ছাড়ের ব্যবস্থা আছে সেসব দোকান থেকে কেনাকাটা করুন।
কৌশল ১৩
যেসব শারীরিক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা আছে, সেখানে সদস্যপদ গ্রহণ করতে পারেন।
কৌশল ১৪
আপনার প্রয়োজন নেই এমন ক্যাবল প্যাকেজ বাদ দিতে পারেন।
কৌশল ১৫
খাবার খাওয়ার সময় বন্ধুদের সাথে অংশগ্রহণ করুন এবং ভাগাভাগি করুন।
কৌশল ১৬
আপনার প্রয়োজন নেই বা ব্যবহার করেন না, এমন জিনিস থাকলে সেগুলো বিক্রি করে দিন। এখন অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি আপনার অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করতে পারেন।
কৌশল ১৭
অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন।
কৌশল ১৮
স্বল্প সময়ের জন্য প্রয়োজন হবে এমন বই কিনবেন না বরং সেগুলো লাইব্রেরী থেকে সংগ্রহ করতে পারেন।
কৌশল ১৯
আপনার ক্যাম্পাসের কার্যক্রমগুলি সম্পর্কে জানুন। সেখানে আপনার জন্য কি কি সুবিধা রয়েছে তা উপভোগ করুন। বাইরে গিয়ে টাকা খরচ করার পরিবর্তে আপনার ক্যাম্পাস থেকে প্রাপ্ত সুবিধাদি আপনার খরচ কমাতে সাহায্য করবে।
কৌশল ২০
গ্রীষ্মকালীন ছুটি কিংবা শীতকালীন ছুটিগুলোতে বেড়াতে যাওয়া এড়িয়ে চলুন। এতে আপনার খরচ সাশ্রয় হবে।
কৌশল ২১
একটি পোষা প্রাণীর জন্য ছাত্রজীবন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। একটি পোষা প্রাণী ব্যয়বহুল হতে পারে।
কৌশল ২২
শ্রেণিকক্ষে যান। আপনি এটির জন্য অর্থ প্রদান করে থাকেন। একে এড়িয়ে যাওয়া মানে জানালা দিয়ে টাকা নিক্ষেপ করে বাইরে ছুড়ে ফেলার মতো।
কৌশল ২৩
বিনামূল্যে পানি পান করুন এবং এটা আপনার জন্য ভালো।
কৌশল ২৪
আপনি নিজের চা কফি তৈরি করুন। কফি শপগুলো বাড়তি চার্জ আরোপ করে থাকে।
কৌশল ২৫
একটি সঞ্চয়ী হিসাব খুলুন যা মুনাফা দেয়। আজকাল শিক্ষার্থীদের উৎসাহ দেয়ার জন্য ব্যাংকগুলো স্টুডেন্ট হিসাব খোলার সুযোগ প্রদান করে।
কৌশল ২৬
ফিনএইড’স স্টুডেন্ট বাজেট ক্যালকুলেটর অথবা mint.com দ্বারা প্রদত্ত ফ্রি টুল ব্যবহার করুন, যাতে আপনার আর্থিক অবস্থার উপর নজর রাখতে পারেন।
কৌশল ২৭
আপনার শিক্ষার সাথে সম্পর্কযুক্ত নয় এমন যেকোন ধরনের ঋণ গ্রহণ থেকে বিরত থাকুন।
কৌশল ২৮
গান না কিনে তা বিনামূল্যে ব্যবহার করুন।
কৌশল ২৯
ক্লাসের প্রয়োজনীয়তা খুঁজে বের করুন। আপনার যে ক্লাস করার প্রয়োজন নেই তার জন্য কেন অর্থ খরচ করবেন।
কৌশল ৩০
একটি প্রাইভেট টিউশনি করার কথা বিবেচনা করুন। এজন্য অনেকে বিজ্ঞপ্তি দিয়ে থাকে।
কৌশল ৩১
ব্রান্ডের পণ্য কেনা এড়িয়ে চলুন। যখনই সম্ভব সাধারন পণ্য ক্রয় করুন। একেবারে একই জিনিস এবং অত্যন্ত কম দামে আপনি পণ্য পেয়ে যেতে পারেন।
উপরোক্ত কৌশলগুলো আপনি অবলম্বন করে দেখতে পারেন। আশা করি ভালো ফল পাবেন।