স্ট্যান্ডার্ড ব্যাংক জব সার্কুলার

স্ট্যান্ডার্ড ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

স্ট্যান্ডার্ড ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি – স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি (Standard Bank PLC) বাংলাদেশের বেসরকারি খাতের ব্যক্তিমালিকানাধীন ইসলামী শরিয়াহ ভিত্তিক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ১১ মে, ১৯৯৯ প্রতিষ্ঠা লাভ করে। ব্যাংকটিতে “ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী।
✓ কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

শিক্ষাগত যোগ্যতাঃ
✓ ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
✓ তবে এমবিএ, এমবিএম, বিবিএ, অর্থনীতি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ব্যাংকিং, ফিন্যান্স, ইংরেজি এবং ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি স্নাতকোত্তর অথবা ০৪ বছরের স্নাতক থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
✓ স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে ৩.৩০ পয়েন্ট অথবা প্রথম শ্রেণি/ বিভাগ থাকতে হবে।
✓ প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে কমপক্ষে ৪.৫০ পয়েন্ট থাকতে হবে।
✓ O লেভেলে 3 ‘A’ ও 2 ‘B’ এবং A লেভেলে 1 ‘A’ ও 1 ‘B’ থাকতে হবে।
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ ০১ ডিসেম্বর, ২০২৪ তারিখে বয়স ৩০ বছরের বেশি না হওয়া।
✓ নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ থেকে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের জন্য ব্যাংকে সেবাদানের জন্য একটি সিউরিটি বন্ড সই করতে হবে।
✓ ইংরেজি এবং কম্পিউটারের উপর ভাল কমান্ড থাকতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

বেতন ও ভাতাঃ
✓ নির্বাচিত প্রার্থীদের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে প্রবেশন পিরিয়ড তথা ১ম বছর সর্বসাকুল্যে মাসিক বেতন হবে- ৬০,০০০/- টাকা।
✓ প্রবেশন পিরিয়ড সফলভাবে সম্পন্ন করার পরে “সিনিয়র অফিসার” হিসেবে মাসিক বেতন হবে- ৭২,১৬০/- টাকা।
✓ এছাড়াও ব্যাংকের নিয়ম ও পলিসি অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি
কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। স্ট্যান্ডার্ড ব্যাংক একটি ইকুয়াল কর্মসংস্থান প্রতিষ্ঠান। স্ট্যান্ডার্ড ব্যাংক কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। যে কোনো ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ৩১ ডিসেম্বর, ২০২৪।

সোর্সঃ স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি

About Standard Bank PLC:

Standard Bank PLC (স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি) is a Shariah based Islamic private commercial bank in Bangladesh. Founded by Kazi Akram Uddin Ahmed, chairman of the bank and Kamal Mostafa Chowdhury is the founder vice-chairman and director of the bank. Standard Bank was incorporated as a Public Limited Company on May 11, 1999 under the Companies Act, 1994 with an approved capital of 750 million taka. It stands among the least proficient banks in its performance.

The Bank achieved satisfactory progress from its commercial operations on June 03, 1999. Standard Bank has introduced several new products on credit and deposit schemes. It also goes for Corporate and Retail Banking etc. The Bank also participated in fund Syndication with other Banks. Through all these myriad activities Standard Bank has created a positive impact in the Market.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যে কোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যে কোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি (Standard Bank PLC) বাংলাদেশের বেসরকারি খাতের ব্যক্তিমালিকানাধীন ইসলামী শরিয়াহ ভিত্তিক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি প্রচলিত ধারার ব্যাংক হিসেবে কোম্পানি আইন ১৯৯৪-এর অধীনে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়ে ১১ মে, ১৯৯৯ প্রতিষ্ঠা লাভ করে এবং ০৩ জুন, ১৯৯৯ তারিখে ৭৫০ মিলিয়ন টাকা অনুমোদিত এবং ২০০ মিলিয়ন টাকা পরিশোধিত মূলধন নিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ২০২০ সালে ব্যাংকটি পূর্নাঙ্গ ইসলামী ব্যাংক হিসেবে সরকারিভাবে অনুমোন লাভ করে। ব্যাংকটি জেনারেল ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, এটিএম সেবা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে।

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি আমানত গ্রহণ, ঋণ প্রদান, আমদানি অর্থায়ন, রপ্তানি সার্ভিসিং এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক রেমিট্যান্স সার্ভিসসহ সর্বপ্রকার বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। শুরু থেকে ব্যাংকটি ব্যাপকভাবে বৈদেশিক বাণিজ্যে অংশগ্রহণ করে আসছে। এটি ২২টি বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে করেসপন্ডেন্ট সম্পর্ক স্থাপন করেছে। এ সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের দেশে অর্থ প্রেরণ ও বৈদেশিক বাণিজ্যে অংশগ্রহণের মাধ্যমে দেশীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এছাড়াও ব্যাংক প্রবাসীদের সহায়তার লক্ষ্যে স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ কোম্পানি লিমিটেড নামে ইউ.কে-তে একটি এক্সচেঞ্জ হাউজ খুলেছে, যার মাধ্যমে সহজে ও দ্রুত রেমিট্যান্স গ্রহণ সম্ভব হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button