ব্যাংক হিসাবসাউথইস্ট ব্যাংক পিএলসিস্কুল ব্যাংকিং

সাউথইস্ট ব্যাংক স্কুল ব্যাংকিং হিসাব “তারকা”

তারকা” ছাত্র-ছাত্রীদের জন্য আকর্ষনীয় সঞ্চয়ী সেবা। এর মাধ্যমে এখন প্রতিদিনের লেনদেন হবে আরও সহজ ও দ্রুত। আপনার প্রিয় স্কুলগামী ছোট্ট সোনামনি যাদের বয়স ৬ থেকে ১৮ বছর তাদের জন্য Southeast Bank Limited একটি স্পেশাল স্কুল ব্যাংকিং একাউন্ট চালু করেছে যা “তারকা” নামে পরিচিত। খুলে নিন আপনার সন্তানের ভবিষ্যৎ সমৃদ্ধিসহ সঞ্চয়ের মানসিকতা প্রবৃদ্ধির জন্য এই স্কুল ব্যাংকিং একাউন্ট। কেননা বর্তমান সময় যেকোনো মানুষের জন্য একটি ব্যাংক একাউন্ট খুবই জরুরী।

স্কুল ব্যাংকিং হিসাব “তারকা”র সুবিধাসমূহ
সঞ্চয়ী হিসাব (প্রত্যেক হিসাব বাবা-মা অথবা বৈধ অভিভাবক দ্বারা পরিচালিত হবে)।
প্রারম্ভিক সর্বনিম্ন জমা ১০০ টাকা মাত্র।
ফ্রি ডেবিট কার্ড সুবিধা (শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য)।
প্রথম চেক বই ফ্রি।
সবনিম্ন ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা নেই।
একাউন্ট মেইনট্যানান্স চার্জ নেই।
ফ্রি এসএমএস ব্যাংকিং।
দৈনিক ভিত্তিতে সুদ/ মুনাফা প্রদান।
সুদের/ মুনাফার হার: প্রচলিত সঞ্চয়ী হিসাব থেকে দশমিক ২৫ শতাংশ বেশি।
জীবন বীমা সুবিধা (শর্ত সাপেক্ষে)।
আবগারি শুল্ক প্রযােজ্য নয়।

প্রয়ােজনীয় শর্তাদি
৬ থেকে অনুর্ধ্ব ১৮ বছর বয়সী যে কোন কেউ এই হিসাব খুলতে পারবেন।
শিক্ষার্থীকে অবশ্যই স্কুল বা কলেজে অধ্যয়নরত হতে হবে।
বাংলাদেশের নাগরিক হতে হবে।

একাউন্ট খুলতে যা লাগবে
স্কুলের বৈধ আইডি কার্ডের ফটোকপি।
জন্ম সনদ/ পাসপাের্ট/ স্কুল কর্তৃক বয়স সনদের কপি (হিসাব খােলার সময় বয়স যাচাইয়ের জন্য মূল কপি দেখাতে হবে)।
বৈধ অভিভাবকের জাতীয় পরিচয় পত্র/ পাসপাের্টের ফটোকপি।
শিক্ষার্থীর দুই কপি পাসপাের্ট সাইজের ছবি।
অভিভাবকের এক কপি পাসপাের্ট সাইজের ছবি।
নমিনীর জাতীয় পরিচয়পত্র/ পাসপাের্টের ফটোকপি।
নমিনীর এক কপি পাসপাের্ট সাইজের ছবি।
শিক্ষা প্রতিষ্ঠানের মাসিক টিউশন ফি প্রদানের রসিদ।
অন্যান্য কাগজপত্র (প্রয়ােজন সাপেক্ষে)।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

❏ বিস্তারিত জানতে
সাউথইস্ট ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ইউনূস ট্রেড সেন্টার ৫২-৫৩, দিলকুশা, সি/এ, ঢাকা – ১০০০ অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
টেলিফোন ✆ (+৮৮-০২) ৯৫৭১১১৫, ৭১৬০৮৬৬, ৯৫৫৫৪৬৬, ৭১৭৩৭৯৩ নম্বরে কল করুন
✆ কল সেন্টারঃ ১৬২০৬ অথবা ০৯ ৬১৩১ ১৬২০৬ (দেশ)/ +৮৮ ০৯ ৬১৩১ ১৬২০৬ (বিদেশ) এ কল করুন
টেলেক্সঃ 632425 SBANK BJ
ফ্যাক্সঃ +৮৮-০২-৯৫৫০০৯৩
সুইফট কোডঃ SEBDBDDH
ইমেইলঃ info@southeastbank.com.bd
ওয়েবসাইটঃ www.southeastbank.com.bd

২ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button