ব্যাংক জব সার্কুলারসাউথইস্ট ব্যাংক জব সার্কুলার

সাউথইস্ট ব্যাংক ক্যাপিটালে জুনিয়র অফিসার/ অফিসার পদে নিয়োগ

বাংলাদেশের বেসরকারি খাতের অন্যতম একটি সাউথইস্ট ব্যাংক লিমিটেড (Southeast Bank Limited)। সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড (Southeast Bank Capital Services Limited) সাউথইস্ট ব্যাংক লিমিটেডের একটি সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড। এতে “জুনিয়র অফিসার/ অফিসার” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩০ নভেম্বর, ২০২১ এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা যাচ্ছে।

পদের নামঃ জুনিয়র অফিসার/ অফিসার
✓ প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড।
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
◾ ব্যাংক জব ক্যারিয়ার টিপস
◾ ব্যাংকার হিসেবে ক্যারিয়ার গড়ার উপায়
◾ ব্যাংকিং পেশা দূর হতে যেন স্বপ্নিল এক আবেশ!

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ যেকোন বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।
✓ ব্যবসায় স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে।
✓ পুঁজিবাজারের যেকোন মার্চেন্ট ব্যাংক বা ব্রোকার হাউস বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

বেতন ও ভাতাঃ
✓ ব্যাংকের নিয়ম অনুসারে সকল সুযোগ-সুবিধা ও ভাতা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলীঃ
✓ কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
✓ কোন কারণ ছাড়াই ব্যাংক যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ আবেদন করতে ক্লিক করুন এখানে
✓ এছাড়াও sebcsl@southeastbank.com.bd-এই ইমেইলে আপনার সিভি পাঠিয়ে দিন।

আবেদনের শেষ তারিখঃ
✓ ৩০ নভেম্বর, ২০২১।

আরও দেখুন:
 বেছে নিন ব্যাংকিং পেশা
 ব্যাংকিং পেশার জন্য প্রয়োজনীয় তথ্য
 প্রাইভেট ব্যাংক জবঃ নিয়োগ প্রক্রিয়া ও সুযোগ সুবিধা
 এক চান্সেই ব্যাংকে চাকরি পেতে প্রস্তুতি নেবেন যেভাবে

সোর্সঃ বিডি জবস

Southeast Bank Capital Services Ltd. (SEBCSL) is a subsidiary of Southeast Bank Limited (SEBL). SEBL obtained Merchant Banking License from Bangladesh Securities and Exchange Commission (BSEC) to operate merchant banking activities on April 06, 2009. It started commercial operation from August 17, 2009.

In compliance with legal provisions and regulatory requirements, SEBCSL was formed as a public limited company on September 23, 2010 to continue providing merchant banking services. Authorized Capital of the Company is Tk 6.00 billion and paid up capital is Tk 5.50 billion out of which Tk 5.48 billion was contributed by the bank, holding company.

It is a highly capitalized merchant banking company. The services that the company provides are Portfolio Management, Underwriting to the IPO and Rights Issue, Issue Management Services, Corporate Advisory Services, etc. Southeast Bank Capital Services Limited is a full-fledged merchant bank is looking for the under mentioned positions of its branch office at Dhaka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button