সাউথইস্ট ব্যাংক জব সার্কুলার

বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক

বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক- সাউথইস্ট ব্যাংক পিএলসি (Southeast Bank PLC) বাংলাদেশের বেসরকারি খাতের স্বনামধন্য এবং শীর্ষস্থানীয় একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটিতে “বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
✓ জব লোকেশন: বাংলাদেশের যে কোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বীকৃত যে কোনো পাবলিক/ প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
✓ একাডেমিক ক্যারিয়ারে তৃতীয় বিভাগ/ ক্লাস গ্রহনযোগ্য নয়।
✓ গ্রামীন এলাকায় এজেন্ট ব্যাংকিং এ ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অন্যান্য শর্তাবলীঃ
✓ ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ হিসেবে বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
✓ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
✓ রিটেইল এবং এসএমই ব্যাংকিং এ কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও ভাতাঃ
✓ নির্বাচিত প্রার্থীদের ০২ (দুই) বছর সময়কালের জন্য প্রবেশনারি হিসাবে নিয়োগ দেওয়া হবে৷
✓ ১ম বছর মাসিক সর্বসাকুল্যে বেতন- ১৬,০০০ টাকা।
✓ ২য় বছর মাসিক সর্বসাকুল্যে বেতন- ১৮,০০০ টাকা।
✓ এছাড়াও ব্যাংকের নিয়ম অনুসারে অন্যান্য সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি
বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কোনো কারণ ছাড়াই ব্যাংক যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ২৯ ফেব্রুয়ারি, ২০২৪।

সোর্সঃ সাউথইস্ট ব্যাংক পিএলসি

About Southeast Bank PLC:
Southeast Bank PLC was established in 1995 with a dream and a vision to become a pioneer banking institution of the country and contribute significantly to the growth of the national economy. The Bank was established by leading business personalities and eminent industrialists of the country with stakes in various segments of the national economy. The incumbent Chairman of the Bank is Mr. Alamgir Kabir, FCA, a professional Chartered Accountant. Mr. M. A. Kashem a member of the Board and Mr. Yussuf Abdullah Harun were past Presidents of the Federation of Bangladesh Chamber of Commerce and Industries (FBCCI).

Southeast Bank is run by a team of efficient professionals. They create and generate an environment of trust and discipline that encourages and motivates everyone in the Bank to work together for achieving the objectives of the Bank. The culture of maintaining a congenial work- environment in the Bank has further enabled the staff to benchmark themselves better against management expectations. A commitment to quality and excellence in service is the hallmark of their identity. Southeast Bank takes pride for bringing women into the banking profession in a significant number for gender equality. At present, 32% of SEBL’s employees are women, which will rise to 45% over the next five years.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

সাউথইস্ট ব্যাংক পিএলসি (Southeast Bank PLC) বাংলাদেশের একটি বেসরকারি ব্যানিজ্যিক ব্যাংক। ১৯৯৫ সালের ১২ মার্চ পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয় এবং একই বছরের ২৫ মে ৫০০ মিলিয়ন টাকার অনুমোদিত মূলধন এবং ১০০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ব্যাংকটির মিশন হলো বাংলাদেশে একটি প্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান হওয়া এবং জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা। ব্যাংকটি “a bank with vision” এই শ্লোগান নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। ব্যাংকটি রিটেইল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য ব্যাংকিং, বৈদেশিক রেমিট্যান্স ব্যাংকিং সহ বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে। বর্তমানে ব্যাংকটির মোট শাখার সংখ্যা ১৩৫+টি ও এটিএম বুথের সংখ্যা ১৭৫+টি।

১৩ সদস্যবিশিষ্ট একটি পরিচালক পর্ষদের ওপর ব্যাংকটির সার্বিক ব্যবস্থাপনা এবং নীতিকৌশল অনুমোদনের কর্তৃত্ব ন্যস্ত। ব্যবস্থাপনা পরিচালক এর প্রধান নির্বাহী কর্মকর্তা। আমানত গ্রহণ, ঋণ দান, বৈদেশিক বাণিজ্য ও প্রকল্প অর্থায়নসহ এ ব্যাংকটি সকল প্রচলিত বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সাউথইস্ট ব্যাংক বৈদেশিক মুদ্রা ব্যবসায় ও বৈদেশিক বাণিজ্যে ব্যাপকভাবে অংশগ্রহণ করে আসছে এবং এজন্য বিশ্বের ৫০টি দেশের ৩০৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে করেসপন্ডেন্ট সম্পর্ক স্থাপন করেছে। ব্যাংকটি সামাজিক দায়বদ্ধতা (CSR) থেকে ব্যাংকটি ২০০২ সালে “সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন” নামে একটি জনকল্যাণমূলক সংস্থা প্রতিষ্ঠা করে। যার মাধ্যমে ব্যাংকটি বিভিন্ন সেবামূলক কাজে সহায়তা করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button