সাম্প্রতিক ব্যাংক নিউজ

সোনালী ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

সরকারি ব্যাংক খাতের কোম্পানি সোনালী ব্যাংক লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) প্রকাশ করেছে। ব্যাংকটি দুই ধরনের রেটিং প্রকাশ করেছে। একটি হলো সরকারের সহায়তা সহ আর অন্যটি সরকারের সহায়তা ছাড়া। সোনালী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সরকারের সহায়তা সহ ব্যাংকটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে। সরকারের সহায়তা সহ ৩১ ডিসেম্বর ২০১৮ তে ব্যাংকটির ক্রেডিট রেটিং ছিল- দীর্ঘ মেয়াদে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে ‘এসটি-১’।

ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

সরকারের সহায়তা ছাড়া ব্যাংকটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এ’। আর স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে। সরকারের সহায়তা ছাড়া ৩১ ডিসেম্বর ২০১৮ তে ব্যাংকটির ক্রেডিট রেটিং ছিল- দীর্ঘ মেয়াদে ‘এ’। আর স্বল্প মেয়াদে ‘এসটি-২’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button