ব্যাংক জব সার্কুলারসোশ্যাল ইসলামী ব্যাংক জব

সোশ্যাল ব্যাংকে ডেস্ক অফিসিয়াল ফর ফরেন এক্সচেঞ্জ পদে নিয়োগ

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)- Social Islami Bank Limited (SIBL) দেশের বেসরকারি খাতের শরিয়াহ্ ভিত্তিক একটি ইসলামী ব্যাংক। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। ব্যাংকটিতে ‘ডেস্ক অফিসিয়াল ফর ফরেন এক্সচেঞ্জ (SO – VP)’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নামঃ ডেস্ক অফিসিয়াল ফর ফরেন এক্সচেঞ্জ
✓ জব গ্রেড: সিনিয়র অফিসার – ভাইস প্রেসিডেন্ট।
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতাঃ
✓ যে কোন বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক পাস হতে হবে।
✓ শিক্ষা জীবনে কোন ৩য় শ্রেনী থাকা যাবে না।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অভিজ্ঞতাঃ
✓ SO- ব্যাংকের প্রাসঙ্গিক ডেস্কে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ PO- ব্যাংকের প্রাসঙ্গিক ডেস্কে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ SPO- ব্যাংকের প্রাসঙ্গিক ডেস্কে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ FAVP- ব্যাংকের প্রাসঙ্গিক ডেস্কে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ AVP- ব্যাংকের প্রাসঙ্গিক ডেস্কে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ SAVP- ব্যাংকের প্রাসঙ্গিক ডেস্কে ১৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ VP- ব্যাংকের প্রাসঙ্গিক ডেস্কে ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য প্রয়োজনীয়তাঃ
✓ বয়স সর্বনিম্ন ২৮ বছর।
✓ নতুন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
✓ সার্ভিসে বিরতি থাকা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
✓ শুধুমাত্র বাংলাদেশী নাগরিকরা আবেদন করতে পারবেন।
✓ পেশাদার ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
✓ এমএস প্যাকেজ – ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদিতে জ্ঞান থাকতে হবে।
✓ গ্রাহককেন্দ্রিক মনোভাব থাকতে হবে।
✓ নিবেদিত, কর্মজীবন কেন্দ্রীভূত, চাপের মধ্যে কাজ করতে সক্ষম এবং আত্মনির্ভরশীল হতে হবে।
✓ অর্পিত প্রযুক্তিগত কাজ স্বাধীনভাবে চালানোর দক্ষতা থাকতে হবে।
✓ আন্তরিক মনোভাবের সাথে কঠোর পরিশ্রমী হতে হবে।

বেতন ও ভাতাঃ
✓ বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ ব্যাংকের নিয়ম অনুসারে সকল সুযোগ ও সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
✓ আগ্রহী আবেদনকারীদের আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে
✓ অনলাইনে আবেদন করতে ক্লিক করুন- এখানে
✓ আগ্রহীদের আবেদনপত্র সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হিউম্যান রির্সোসেস ডিভিশন, এসআইবিএল, হেড অফিস, সিটি সেন্টার, ৯০/১ মতিঝিল সি/এ, ঢাকা-১০০০ বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখঃ
✓ ২৮ ফেব্রুয়ারি, ২০২২।

আরও দেখুন:
 বেছে নিন ব্যাংকিং পেশা

সোর্সঃ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।

About Social Islami Bank Limited (SIBL):
Social Islami Bank Limited (SIBL), a leading progressive Islami Shariah based private commercial Bank, has built an excellent reputation in the banking industry of the country. The Bank follows the Best-fit approach in hiring talents. SIBL is looking for creative, dynamic, forward looking, proactive, result oriented, self-motivated possessing assertive leadership quality and talented individuals for the positions of the Bank.

It was established on 22 November 1995 as Social Investment Bank Limited. Later it changed name to Social Islami Bank Limited. Up to October, 2021, SIBL has 172 branches including 22 AD (Authorized Dealer) branches, 104 subbranches & 200 agent banking outlets.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button