মেঘনা ব্যাংকে ডিএমডি হিসেবে যোগ দিলেন শ্যামল বি. দাস
সম্প্রতি মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) হিসেবে যোগদান করেছেন শ্যামল বি. দাস। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও চিফ ইনফরমেশন অ্যান্ড ডিজিটাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
শ্যামল দাস ব্র্যাক ব্যাংকসহ দেশী-বিদেশী অনেক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনে আইটি সেক্টর এবং ব্যাংকিংয়ে রয়েছে ২৩ বছরের অভিজ্ঞতা। তিনি আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাপনা এবং উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
আরও দেখুন:
◾ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য ২০২২ সালের ছুটির তালিকা
তিনি যুক্তরাজ্যের রয়েল হোলোওয়ে বিশ্ববিদ্যালয় এবং বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং তার সুদীর্ঘ কর্মজীবনে দেশে-বিদেশে অসংখ্য ট্রেনিং ও প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |