কর্মসংস্থান ব্যাংকের এমডি হলেন শিরিন আখতার
কর্মসংস্থান ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৯ ডিসেম্বর, ২০২১) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তিন ব্যাংকের এমডি নিয়োগের পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব শিহাব উদ্দিন আহমদের সই করা চিঠিটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শিরিন আখতারকে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দেয়া হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি স্ব পদে কর্মরত থাকবেন।
এর আগে শিরীন আখতার বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন এবং উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেন। তিনি অগ্রণী ব্যাংকে ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
ইতোপূর্বে তিনি অগ্রণী ব্যাংকে বিভিন্ন শাখায় শাখা প্রধান, অঞ্চল প্রধান, বিভাগীয় প্রধান ও সিএফও এবং সার্কেল মহাব্যবস্থাপক ও সার্কেল প্রধান হিসেবে সর্বশেষ ময়মনসিংহ সার্কেলসহ ফরিদপুর, সিলেট ও ঢাকা সার্কেল-২ এ দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |