এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন শাহীন হাওলাদার
এনআরবি ব্যাংক লিমিটেড জনাব মোঃ শাহীন হাওলাদারকে নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি মধুমতি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
জনাব হাওলাদার ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসাবে তার কর্মজীবন শুরু করেন। রিটেইল, কর্পোরেট এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিং-এ ২৬ বছরের বৈচিত্র্যময় অভিজ্ঞতায় প্রাইম ব্যাংক লিমিটেড এবং মধুমতি ব্যাংক লিমিটেড এ কাজ করেন।
ব্যাংকিং শিল্পের একজন অভিজ্ঞ ব্যাংকার জনাব হাওলাদারের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স ক্রেডিট, প্রজেক্ট ফাইন্যান্স, ট্রেড ফাইন্যান্স, আরএমজি ফাইন্যান্স, ক্রেডিট এবং পলিসি বিশ্লেষণের পাশাপাশি সেলস এবং মার্কেটিং-এ ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ স্নাতক এবং ডেমোগ্রাফিতে স্নাতকোত্তর করেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও বীমা বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |