অগ্রণী ব্যাংক পিএলসিপ্রবাসী ব্যাংকিংব্র্যাক ব্যাংক পিএলসি

অগ্রণী এক্সচেঞ্জ-এর মাধ্যমে বিকাশে টাকা পাঠান নিমিষেই

“বৈধ উপায়ে দেশে পাঠানো টাকা, ঘুরবে স্বদেশের উন্নয়নের চাকা।” এই শ্লোগানকে সামনে রেখে অগ্রণী এক্সচেঞ্জ-এর মাধ্যমে দেশে প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠান নিমিষেই। অগ্রণী এক্সচেঞ্জ হাউজ, সিঙ্গাপুর দিচ্ছে বাংলাদেশ এর যেকোনো bKash অ্যাকাউন্ট এ বৈধ ভাবে টাকা পাঠানোর সুবিধা। সিঙ্গাপুর এ অবস্থিত অগ্রণী এক্সচেঞ্জ হাউজ এর ৪টি শাখার মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্তে অবস্থিত আপনার প্রিয়জনের bKash অ্যাকাউন্ট এ টাকা পাঠান নিশ্চিন্তে নিরাপদে।

অগ্রণী এক্সচেঞ্জ-এর মাধ্যমে বিকাশ একাউন্টে টাকা পাঠানাের সুবিধা
❏ প্রিয়জনের বিকাশ একাউন্টে সরাসরি টাকা পাঠানাে যাবে নিমিষেই, সপ্তাহের যেকোনাে দিন।
❏ টাকা পাওয়ার জন্য দেশে প্রিয়জনকে দূর-দুরান্তে ছুটতে হবে না কিংবা কোনাে ধরণের লাইনে দাঁড়াতে হবে না।
❏ প্রাপক এই টাকা দিয়ে বিকাশ এর সকল ধরণের সেবা উপভােগ করতে পারবেন যেমনঃ যেকোনাে বিকাশ নাম্বারে টাকা পাঠানাে, মােবাইল ব্যালেন্স রিচার্জ, কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন ধরণের বিল প্রদান ইত্যাদি। এছাড়াও প্রয়ােজন অনুযায়ী নিকটস্থ বিকাশ এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট করতে পারবেন।

কীভাবে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন
১. অগ্রণী এক্সচেঞ্জের ৪টি শাখার যেকোনাে একটিতে গিয়ে অফিসারকে নিমােক্ত তথ্যগুলো প্রদান করবেন:
❏ প্রাপকের নাম;
❏ প্রাপকের বিকাশ একাউন্ট নম্বর;
❏ পাঠানাে টাকার পরিমাণ;
❏ প্রাপকের জাতীয়তা;
❏ আপনার (প্রেরকের) তথ্য এবং পরিচয়পত্র (ওয়ার্ক পারমিট/পাসপাের্ট/NRIC পরিচয়পত্র)।
২. কর্তব্যরত অফিসার তথ্যগুলাে সিস্টেমে ইনপুট দিবেন এবং অর্থ লেনদেন সংক্রান্ত সকল তথ্য সম্বলিত একটি রিসিট আপনাকে স্বাক্ষর করতে দিবেন।
৩. আপনি সব তথ্য যাচাই করে রিসিটে স্বাক্ষর করবেন এবং পাঠানাে টাকা সহ স্বাক্ষরিত রিসিটটি ফেরত দিবেন।
৪. কর্তব্যরত অফিসার টাকা ও রিসিটটি নিয়ে বাংলাদেশের প্রাপকের কাছে টাকা পাঠিয়ে দিবেন এবং আপনাকে একটি মানি রিসিট দিবেন।
৫. অগ্রণী এক্সচেঞ্জ থেকে সরাসরি পাঠানাে এই টাকা আপনার প্রিয়জনের বিকাশ একাউন্টে এক নিমিষেই জমা হয়ে যাবে।

অগ্রণী এক্সচেঞ্জের ৪টি শাখার ঠিকানা
১. Serangoon Branch: 5A, Lembu Road, Sinngapore 208444, Tel: 62959731
২. JooKoon Branch: 55, Benoi Road, #01-11, Joo Koon Bus interchange, Singapore 629907, Tel: 62665226
৩. Jurong East Branch: 135, Jurong Gateway Rd, #02-333, Singapore 600135, Tel: 68991903
৪. Woodlands Branch: BLK 768, Woodlands Mart #02-03, Woodlands Ave 6, Singapore 730768, Tel: 63673521

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

বিস্তারিত তথ্যের জন্যঃ
❏ ফোন করুনঃ ৮১৫৪১৬০১
❏ এক্সচেঞ্জ রেট জানতে কল করুনঃ ৬২৯৫৯৭৩০
❏ অথবা ইমেইলঃ agraniex@singnet.com.sg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button