বিদেশ থেকে টাকা পাঠান ইসলামী ব্যাংক এমক্যাশে
বিদেশ থেকে পাঠানো টাকা উত্তোলনের জন্য এখন আর ব্যাংকের শাখা ভবনে আসার প্রয়োজন নেই। এখন থেকে বিদেশে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অফিস, মনোনীত যেকোন এজেন্ট ও এক্সচেঞ্জ হাউজ থেকে সরাসরি এমক্যাশ একাউন্টে টাকা পাঠানো যাবে। দ্রততার সাথে এমক্যাশ একাউন্টে এই টাকা জমা হবার সাথে সাথে প্রেরক ও গ্রহীতা উভয়ই নিশ্চিতকরন এসএমএস পাবেন।
এই টাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যেকোন শাখা, মনোনীত এজেন্ট এবং মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত এজেন্টের কাছ থেকে উত্তোলন করা যাবে।
এমক্যাশ একাউন্টে টাকা পাঠানোর জন্য যা প্রয়োজন হবেঃ
১. টাকার পরিমান;
২. গ্রহীতা বা যার কাছে টাকা আসবে তার নাম;
৩. এমক্যাশ একাউন্ট নম্বর (১২ ডিজিটের এমক্যাশ একাউন্ট); ও
৪. ব্যাংকের নামঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
❏ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন
❏ জিপিও বক্স নম্বরঃ ২৩৩
❏ টেলিফোনঃ (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
❏ মোবাইলঃ ৮৮-০১৭১১-৪৩৫৬৩৮-৯
❏ টেলেক্সঃ 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
❏ ফ্যাক্সঃ ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
❏ সুইফটঃ IBBLBDDH
❏ কেবলঃ ISLAMIBANK
❏ ইমেইলঃ info@islamibankbd.com
❏ ওয়েবসাইটঃ www.islamibankbd.com
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, আইবিবিএল