জনবল নিয়োগ দেবে রূপালী ব্যাংক
দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপালী ব্যাংক লিমিটেড (Rupali Bank Limited)। ব্যাংকটিতে “চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আগামী ১৫ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নামঃ চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার (CITO)
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: চুক্তিভিত্তিক৷
✓ প্রার্থীর ধরণ: নারী পুরুষ উভয়েই৷
✓ কর্মস্থল: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
◾ ব্যাংক জব ক্যারিয়ার টিপস
◾ ব্যাংকার হিসেবে ক্যারিয়ার গড়ার উপায়
◾ ব্যাংকিং পেশা দূর হতে যেন স্বপ্নিল এক আবেশ!
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
✓ ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়সসীমা- সর্বোচ্চ ৫০ বছর (৩১ অক্টোবর, ২০২১)।
✓ সংশ্লিষ্ট বিষয়ে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ সিএ বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট কোর্স সম্পন্ন হতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ আলোচনা সাপেক্ষে।
✓ ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
✓ কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ১৫ ডিসেম্বর, ২০২১।
আরও দেখুন:
◾ বেছে নিন ব্যাংকিং পেশা
◾ ব্যাংকিং পেশার জন্য প্রয়োজনীয় তথ্য
◾ প্রাইভেট ব্যাংক জবঃ নিয়োগ প্রক্রিয়া ও সুযোগ সুবিধা
◾ এক চান্সেই ব্যাংকে চাকরি পেতে প্রস্তুতি নেবেন যেভাবে
সোর্সঃ রুপালী ব্যাংক লিমিটেড
About Rupali Bank Limited:
Rupali Bank Limited is a state owned commercial bank in Bangladesh. Rupali Bank Limited was constituted with the merger of 3 (three) erstwhile commercial banks i.e. Muslim Commercial Bank Limited, Australasia Bank Limited and Standard Bank Limited operated in the then Pakistan on March 26, 1972 under the Bangladesh Banks (Nationalization) Order 1972 (P.O. No. 26 of 1972), with all their assets, benefits, rights, powers, authorities, privileges, liabilities, borrowings and obligations.
Rupali Bank Limited worked as a nationalized commercial bank till December 13, 1986. Rupali Bank Limited emerged as the largest Public Limited Banking Company of the country on December 14, 1986. When the Bank went public but the majority of the shares are still retained by the Government.