বিনিয়োগ বা লোন নেয়ার জন্য প্রয়োজনীয় কাগজ-পত্রের তালিকা
যখন আমরা কেউ ফাইন্যান্সিয়াল বিপদে পড়ি বা আর্থিকভাবে একটু অনিরাপদ বোধ করি কিংবা ব্যবসায়িক কারনে টাকার প্রয়োজন বোধ করি তখন ব্যাংক লোন/ বিনিয়োগ গ্রহণের কথা আসে। ব্যাংক লোন/ বিনিয়োগ আপনার আর্থিক দুর্দিন বা দৈন্যতা কিংবা ব্যবসায়িক কারনে টাকার প্রয়োজন মেটাতে একটি খুব সহজ এবং সুন্দর সমাধান।
আর এই লোন/ বিনিয়োগ চেয়ার ক্ষেত্রে যে সকল কাগজ পত্রের প্রয়োজন হয় তা অনেকেরই না জানা থাকার কারনে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। আর যারা এই লোন/ বিনিয়োগ নিতে আগ্রহী তাদের সুবিধার জন্য নতুন ও পুরাতন লোন/ বিনিয়োগ গ্রহণ বা নবায়ন করার জন্য প্রয়োজনীয় কাগজ-পত্রের তালিকা সমূহ তুলে ধরা হলো-
নতুন লোন/ বিনিয়োগের জন্য প্রয়োজনীয় কাগজ-পত্রের তালিকা
নিম্নে নতুন লোন/ বিনিয়োগের জন্য লোন গ্রহিতার প্রয়োজনীয় তথ্য সমূহ তুলে ধরা হলো-
১। গ্রাহক/ প্রতিষ্ঠানের নাম;
২। ব্যবসায়িক ঠিকানা;
৩। কাঙ্খিত বিনিয়োগ লিমিট;
৪। মোবাইল নম্বর।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
ব্যক্তিগত ও ব্যবসা সংক্রান্ত কাগজ-পত্র
নিম্নে নতুন লোন/ বিনিয়োগের জন্য ব্যক্তিগত ও ব্যবসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজ-পত্রের তালিকা সমূহ তুলে ধরা হলো-
১। ছবি ৩ কপি;
২। ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি;
৩। ট্রেড লাইসেন্স;
৪। মজুদ মালের তালিকা;
৫। দেনাদার ও পাওনাদারের তালিকা;
৬। স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা;
৭। চলতি হিসাবের বিবরণী;
৮। প্যাডের পাতা ৭/৮ টি;
৯। প্রতিষ্ঠান হলে তার সীল;
১০। আয়কর সার্টিফিকেট (৫.০০ লক্ষ টাকার বেশী হলে);
১১। তিন বছরের ব্যালেন্স সীট (৫০.০০ লক্ষ টাকার বেশী হলে);
১২। অন্য ব্যাংকের ঋণের মঞ্জুরী পত্রের কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
১৩। অন্য ব্যাংকের সিসি এবং চলতি হিসাবের বিবরণী (প্রযোজ্য ক্ষেত্রে);
১৪। ভ্যালুয়েশন সার্টিফিকেট (ব্যাংকের সহযোগিতায়);
১৫। ডিসি ফুডের লাইসেন্স (মিল চাতালের ব্যবসা হলে);
১৬। বিসিআইসির লাইসেন্স (রাসায়নিক সারের ব্যবসা হলে);
১৭। পরিবেশ ছাড়পত্র, ডিসি অফিসের লাইসেন্স (ইট ভাটার ব্যবসা হলে);
১৮। আইআরসি/ ইআরসি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সার্টিফিকেট (আমদানি রপ্তানি ব্যবসা হলে)।
সিকিউরিটি/ জমি-জমা সংক্রান্ত কাগজ-পত্র (নতুন গ্রাহকের ক্ষেত্রে)
নিম্নে নতুন লোন/ বিনিয়োগের জন্য সিকিউরিটি/ জমি-জমা সংক্রান্ত (নতুন গ্রাহকের ক্ষেত্রে) প্রয়োজনীয় কাগজ-পত্রের তালিকা সমূহ তুলে ধরা হলো-
১। মূল দলিল;
২। ভায়া দলিল;
৩। খারিজ, খাজনা, ডিসিআর;
৪। সিএস, এসএ, বিএস খতিয়ানের জাবেদা নকল;
৫। মাঠ পর্চা;
৬। ১২ বছরের তল্লাশী;
৭। মৌজা ম্যাপের ফটোকপি।
পুরাতন লোন/বিনিয়োগ বৃদ্ধি বা নবায়নের জন্য প্রয়োজনীয় কাগজ-পত্রের তালিকা
নিম্নে পুরাতন লোন/বিনিয়োগ বৃদ্ধি বা নবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজ-পত্রের তালিকা সমূহ তুলে ধরা হলো-
১। বিনিয়োগ সীমা নবায়ন/বৃদ্ধির জন্য আবেদন পত্র (নিজস্ব প্যাডে);
২। জাতীয় পরিচয় পত্র;
৩। দায় দেনা সম্পর্কিত ঘোষণা পত্র (নিজস্ব প্যাডে);
৪। স্থাবর সম্পত্তির বিবরণ (নিজস্ব প্যাডে);
৫। অস্থাবর সম্পত্তির বিবরণ (নিজস্ব প্যাডে);
৬। বিভিন্ন ধরনের ব্যবসায়িক পাওনার বিবরণ (নিজস্ব প্যাডে);
৭। বিভিন্ন ধরনের দেনার বিবরণ (নিজস্ব প্যাডে);
৮। তিন বছরের বিক্রয়ের পরিমাণ (প্রতি বছরের আলাদা ভাবে নিজস্ব প্যাডে);
৯। ব্যবসা থেকে গত বছরের লাভের পরিমান (নিজস্ব প্যাডে);
১০। আপটুডেট ট্রেড লাইসেন্স;
১১। মজুদ মালের বিবরণ (ব্যাংকের নিজস্ব ফরমে);
১২। তিন কপি পাসপোর্ট সাইজের ছবি;
১৩। ইনকাম ট্যাক্স এর জমা রশিদ ও সার্টিফিকেট;
১৪। সহযোগী ব্যাবসা থাকলে তাদের নাম ও আপটুডেট ট্রেড লাইসেন্স;
১৫। বর্তমান সময় পর্যন্ত খাজনার রশীদ।
হাউজ হোল্ড বিনিয়োগ গ্রহীতাদের জন্য প্রয়োজনীয় কাগজ-পত্রের তালিকা
নিম্নে হাউজ হোল্ড লোন/বিনিয়োগের ক্ষেত্রে গ্রহীতাদের জন্য প্রয়োজনীয় তথ্য সমূহ তুলে ধরা হলো-
১। গ্রাহকের নাম;
২। প্রতিষ্ঠানের ঠিকানা;
৩। কাঙ্খিত বিনিয়োগ বা লোন লিমিট;
৪। মোবাইল নম্বর।
ব্যক্তিগত ও ব্যবসা সংক্রান্ত কাগজ-পত্র
নিম্নে হাউজ হোল্ড লোন/বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তিগত ও ব্যবসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজ-পত্রের তালিকা সমূহ তুলে ধরা হলো-
১। আবেদনকারীর দরখাস্ত;
২। ছবি ২ কপি;
২। ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি;
৩। নমিনীর ছবি ১ কপি;
৪। গ্যারান্টরের ১ কপি ছবি;
৫। বেতন এর স্টেটমেন্ট;
৬। অফিস কর্তৃক প্রত্যয়ন পত্র;
৭। বেতন এর চেক বই;
৯। নির্ধারিত ফরমে অফিস কর্তৃক স্বাক্ষর (মোবাইল নম্বরসহ);
১০। কোটেশন;
১১। ডাউন পেমেন্টের টাকা সঞ্চয়ী হিসাবে জমা;
১২। স্ট্যাম্প;
১৪। সঞ্চয়ী হিসাবের চেক বইয়ের পাতা (কিস্তির সংখ্যা অনুযায়ী)।
আরও দেখুন:
◾ ব্যাংক লোনের ১০টি বৈশিষ্ট্য
◾ এসএমই (SME) কী? এসএমই এর গুরুত্ব
◾ ঋণ বা লোন বা বিনিয়োগ ডকুমেন্টেশন
◾ ক্রেডিট রেটিং কি? ক্রেডিট রেটিং এর সুবিধা সমুহ