আয়বর্ষ ২০২২-২০২৩ এ আয়কর রিটার্ন জমা দিতে যা প্রয়োজন
৩০ নভেম্বর ২০২২ ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন ২০২২-২৩ করবর্ষ ও ২০২১-২২ আয় বর্ষের জমা দেওয়ার শেষ তারিখ (১ জুলাই ২০২১ – ৩০ জুন ২০২২ পর্যন্ত সময়ের আয়ের জন্য)। আয়কর বর্ষ ২০২২-২০২৩ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন হবে-
ক) ব্যক্তিগত তথ্য:
১. ই-টিন সার্টিফিকেট ফটোকপি
২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
৩. পাসপোর্ট সাইজ ফটো এক কপি।
খ) চাকুরির তথ্য:
১. বেতন বিবরনী (অফিস কর্তৃক) [০১ জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২]
২. ব্যাংক বিবরনী (০১ জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২)
৩. উৎসে কর কর্তন সার্টিফিকেট
৪. প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট (যদি থাকে)
গ) গৃহ সম্পত্তি হতে আয় থাকলে:
১. বাড়ী ভাড়ার প্রাপ্ত রশিদ
২. বাড়ী ভাড়ার চুক্তিপত্র
৩. বাড়ী ভাড়ার ব্যাংকে নিয়ে থাকলে ব্যাংক বিবরনী
৪. হোল্ডিং ট্যাক্স ও ভূমি কর/ খাজনা
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
ঘ) ব্যবসায়ের তথ্য:
১. ট্রেড লাইসেন্স
২. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
৩. সম্পদ ও দ্বায় বিবরনী
৪. ব্যাংক বিবরনী (০১ জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২)
ঙ) বিনিয়োগের তথ্য:
১. ডিপিএস (যদি থাকে)
২. ইন্সুরেন্স সার্টিফিকেট (যদি থাকে)
৩. শেয়ার মার্কেট বিনিয়োগ (যদি থাকে)
৪. সঞ্চয় পত্র- (যদি থাকে)
আরও দেখুন:
◾ করযোগ্য আয় বের করবেন যেভাবে
◾ টিন সার্টিফিকেট কেন প্রয়োজন হয়?
চ) সম্পদ ও দায় বিবরনীঃ
১. হাউজ, এপার্টমেন্ট (যদি নিজ নামে থাকে)
২. জমি, গাড়ী, ফার্নিচার, ইলেক্ট্রনিক্স ইত্যাদি (যদি নিজের নামে থাকে)
৩. ব্যাংক ঋনের তথ্য (যদি নিজ নামে হয়)
৪. অন্যান্য ঋনের তথ্য (যদি নিজ নামে হয়) এবং
৫. যারা রেগুলার রিটার্ন দেন তাদের বিগত বছরের রিটার্ন কপি।