আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
শুধুমাত্র কর কার্যালয়ে গিয়ে বার্ষিক আয়কর বিবরণী জমা ও কর দেয়া নয় বরং অনলাইনেও বার্ষিক কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার পাশাপাশি করও দিতে পারবেন করদাতারা। এমনকি রিটার্নের প্রাপ্তি রসিদও পাওয়া যাবে অনলাইনে। এ জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এ বছর অনলাইনে আয়কর দেয়া যাবেনা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ওয়েবসাইটে সমস্যার কারনে। আর আপনার আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে-
আয়কর রিটার্ন জমা দেয়ার জন্য আবশ্যকীয় কাগজপত্রাদিঃ (চাকরিজীবী করদাতার জন্য)
বেতনের বিবরণীসহ আয়কর প্রদানের সার্টিফিকেট ও চালানের কপি (কোম্পানী কর্তৃক প্রদত্ত)।
বেতনের ব্যাংক হিসাব বিবরনী (০১-০৭-২০১৯ থেকে ৩০-০৬-২০২০ পর্যন্ত) অথবা ৩০ জুন ২০২০ তারিখের ব্যাংক ব্যালেন্স এর সার্টিফিকেট।
কর রেয়াতের জন্য প্রযােজ্য বিনিয়ােগ (ইনভেস্টমেন্ট) বিবরণী (০১-০৭-২০১৯ থেকে ৩০-০৬-২০২০ পর্যন্ত)। (যদি থাকে)। যেমন- (নিচের সকল বা যেটি আপনার জানা প্রযােজ্য)-
ক) ডিপিএস বিবরণী;
খ) সঞ্চয় পত্রের ফটোকপি;
গ) শেয়ার বিনিয়ােগের বিবরণী;
ঘ) নিজের বা পরিবারের জীবন বীমা প্রিমিয়াম প্রদানের রশীদ এর ফটোকপি;
ঙ) সরকারী বন্ড বা মিউচুয়াল ফান্ডে বিনিয়ােগের বিবরণীর ফটোকপি;
চ) অনুমােদিত কোন ফান্ডে অনুদান থাকলে তার রশীদ এর ফটোকপি।
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
আলােচ্য বছরে সম্পদ ক্রয় বা অন্যান্য বিনিয়ােগের বিবরণী (যদি থাকে)-
ক) নিজের নামে বা পরিবারের সদস্যদের নামে খরিদকৃত জমি/ প্লট/ ফ্ল্যাট ক্রয়ের দলিল/ পর্চা;
খ) পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি/ প্লট/ ফ্ল্যাট যা আলােচ্য বছরে প্রাপ্ত হলে তার দলিলের কপি;
গ) নিজের বা পরিবারের সদস্যদের নামে গাড়ি কিনে থাকলে তার বিবরণ বা গাড়ির ডকুমেন্ট;
ঘ) জমি/ প্লট/ ফ্ল্যাট এর জন্য আলােচ্য বছরে কোন অগ্রিম প্রদান করে থাকলে তার রশীদ/ চুক্তিপত্র;
ঙ) রেয়াতযােগ্য বিনিয়ােগ ছাড়াও অন্য কোন বিনিয়োেগ থাকলে তার বিবরণ। যেমন- এফডিআর, ঋণ প্রদান।
আলােচ্য বছরে সম্পদ বিক্রয় বা হস্তান্তর করে থাকলে তার বিবরণ ও প্রমানাদি।
ব্যাংক লােন, কোম্পানী থেকে লােন বা অন্য কোন লােন থাকলে তার বিবরণী এবং তার বিপরীতে সুদ প্রদান করে থাকলে তার বিবরণী বা ব্যাংক সার্টিফিকেট (যদি থাকে)।
বেতন ছাড়াও অন্য কোন খাতে আয় থাকলে তার বিবরণী (যেমন- ঘর ভাড়া, কৃষি, ব্যবসায়, ব্যাংক মুনাফা/ সুদ)।
জাতীয় পরিচয় পত্রের কপি (নতুন করদাতার ক্ষেত্রে)।
টিআইএন (টিন) এর ফটোকপি (নতুন করদাতার ক্ষেত্রে) (** যাদের টিআইএন নাই তারা নতুন টিআইএন করার জন্য নিজের মােবাইল নং দেবেন)।
দুই কপি পাসপাের্ট সাইজ রঙ্গিন ছবি (নতুন করদাতার ক্ষেত্রে)।
পূর্ববর্তী বছরের রিটার্নের ফটোকপি (পুরাতন করদাতার ক্ষেত্রে)।
বিঃ দ্রঃ প্রতিটি বিবরণীর দুই সেট করে প্রস্তুত করুন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |