প্রবাসী কল্যাণ ব্যাংকে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশের একটি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক, যা প্রবাসীদের জন্য বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত এই ব্যাংক নিয়োগ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে গাড়ী চালক (ড্রাইভার), নিরাপত্তা প্রহরী ও অফিস সহায়ক পদে মোট ২৮২ জন নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৭ জুলাই, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: গাড়িচালক (ড্রাইভার)
✓ পদ সংখ্যা: ৭টি।
✓ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
✓ আবেদনের যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে।
পদের নাম: নিরাপত্তা প্রহরী
✓ পদ সংখ্যা: ১৭৬টি।
✓ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
✓ আবেদনের যোগ্যতা: মাধ্যমিক/ সমমানের ডিগ্রি। সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, আনসার বাহিনী থেকে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে।
পদের নাম: অফিস সহায়ক
✓ পদ সংখ্যা: ৯৯টি।
✓ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
✓ আবেদনের যোগ্যতা: মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বয়স (৭ জুন, ২০২২ তারিখে)
✓ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
✓ তবে প্রতিবন্ধী ও বীর মুক্তিযুদ্ধার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
আবেদন ফি ও পরীক্ষার পদ্ধতি
✓ ১নং পদের প্রার্থীদের আবেদন ফি ১১২ টাকা (চার্জসহ)।
✓ ২ ও ৩ নং পদের প্রার্থীদের ফি ৫৬ টাকা (চার্জসহ) টেলিটক প্রিপেইড সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
✓ আগ্রহী প্রার্থীদের pkb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
✓ গাড়ী চালক (ড্রাইভার) পদের প্রার্থীদের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা (Viva) নেয়া হবে।
✓ নিরাপত্তা প্রহরী পদের প্রার্থীদের শারীরিক যোগ্যতা পরীক্ষা, MCQ/ লিখিত এবং মৌখিক পরীক্ষা (Viva) নেয়া হবে।
✓ অফিস সহায়ক পদের প্রার্থীদের MCQ/ লিখিত এবং মৌখিক পরীক্ষা (Viva) নেয়া হবে।
✓ সার্কুলারটি দেখুন- এখানে।
✓ আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের তারিখ
✓ আবেদন শুরু: ৭ জুন, ২০২২ সকাল ১০টা।
✓ আবেদনের শেষ সময়: ৭ জুলাই, ২০২২ তারিখ বিকাল ৫টা।
সোর্স: প্রবাসী কল্যাণ ব্যাংক