সাম্প্রতিক ব্যাংক নিউজ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পুনর্নির্বাচিত ভাইস চেয়ারম্যান
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব মাহবুবুল আলম ও ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর পুন:নির্বাচিত হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি, ২০২৩) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৮তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আলহাজ্ব মাহবুবুল আলম চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি এবং ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর স্বনামধন্য ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের নির্বাহী
২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি, দেশের ৬০তম তফসিলি ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্স পায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। একই বছরের ০২ মার্চ বোর্ডের প্রথম সভায় মো. জসিম উদ্দিনের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করে। ২০২১ সালের ১১ মার্চ বাণিজ্যিক কার্যক্রম শুরু করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |