পূবালী ব্যাংক জব সার্কুলারব্যাংক জব সার্কুলার

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার নিয়োগ দেবে পূবালী ব্যাংক

পূবালী ব্যাংক লিমিটেড (Pubali Bank Limited) বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক। শাখা ও কর্মকাণ্ডের বিচারে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর পরই এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যাংক। ব্যাংকটির আইসিটি বিভাগের জন্য “ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (কম্পিউটার)” পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগামী ০৩ নভেম্বর, ২০২২ এর মধ্যে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।

পদের নামঃ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (কম্পিউটার)
✓ পদ সংখ্যা: ৭২টি৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী।
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ জব লোকেশন: বাংলাদেশের যে কোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ যে কোনো সরকারি পলিটেকনিক/ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
✓ শিক্ষা জীবনের কোন পর্যায়ে ৩য় বিভাগ/ শ্রেনী বা সমমানের জিপিএ/ সিজিপিএ গ্রহণ যোগ্য নয়।
✓ উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার বিবেচ্য হবেন।
✓ প্রার্থীর ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অন্যান্য শর্তাবলীঃ
✓ ৩০ জুন, ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর।
✓ প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
✓ আবেদনের সময় শুধুমাত্র প্রকাশিত ফলাফল গ্রহণ করা হবে।
✓ কোনো ভুল/ জাল তথ্য পরে পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে।

বেতন ও ভাতাঃ
✓ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (কম্পিউটার) পদে প্রবেশন সময়কালে প্রতি মাসে বেতন হবে ২৬,০০০/- টাকা।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম অনুযায়ী সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
✓ প্রবেশন সময়কাল ০১ (এক) বছর।
✓ প্রবেশন সময়কাল সফলভাবে শেষ করার পর অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (কম্পিউটার) পদে ব্যাংকের চাকরিতে নিশ্চিত করা হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/ সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে
✓ আবেদন করতে ক্লিক করুন- এখানে
✓ কোন কারণ ছাড়াই ব্যাংক যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।

আবেদনের শেষ তারিখঃ
✓ ০৩ নভেম্বর, ২০২২।

সোর্সঃ পূবালী ব্যাংক লিমিটেড

About Pubali Bank Limited:
Pubali Bank Limited is the largest private commercial bank in Bangladesh. It has more branches than any other private bank in the country. Pubali Bank Limited has achieved constantly about 20% growth for the last 6 (six) years. Pubali Bank was started in East Pakistan as Eastern Mercantile Bank Limited in the year 1979 under Bank Companies Act 1913.

After independence of Bangladesh in 1971 this Bank was nationalized under Bangladesh Bank’s (nationalisation) Ordinance and renamed as Pubali Bank. Subsequently, Pubali Bank was denationalized in the year 1983 as a private bank and renamed as Pubali Bank Limited.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button