গৃহ নির্মাণে ২ কোটি টাকা ব্যাংক ঋণ
বাংলাদেশে কার্যরত সকল তফসিলী ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাদেরকে উদ্দেশ্য করে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত একটি সার্কুলার, যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় গৃহ নির্মাণে ব্যাংক থেকে নেওয়া সর্বোচ্চ ঋণসীমা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে গৃহ নির্মাণের জন্য সর্বোচ্চ দুই কোটি টাকা ঋণ নিতে পারবেন একজন গ্রাহক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলারটি জারি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত এক সার্কুলারের মাধ্যমে এই তথ্য জানানো হয়। এই সার্কুলারে বলা হয়, এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ নিতে পারবেন। তবে গৃহ নির্মাণের ক্ষেত্রে মোট খরচের ৭০ শতাংশ সরবরাহ করবে ব্যাংক। বাকি টাকা সংগ্রহ করতে হবে গ্রাহককেই। এর আগে গৃহনির্মাণে সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকা নিতে পারতেন একজন গ্রাহক।
সূত্রঃ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বাংলাদেশ ব্যাংক
বিআরপিডি সার্কুলার লেটার নং-২৫/২০১৯, তারিখঃ ১৯ নভেম্বর, ২০১৯