চেক (Cheque) এর পক্ষ সমূহ কি?
চেক বা Cheque হলো বিশেষভাবে মুদ্রিত এক ধরনের কাগজ যা Bank কর্তৃক গ্রাহকের হিসাবের বিপরীতে ইস্যু করা হয়ে থাকে। আর এই চেকের বিভিন্ন পার্টি বা পক্ষ থাকে। যা নিম্নে তুলে ধরা হলো-
Parties of a Cheque (চেকের পক্ষ সমূহ)
Cheque এর পক্ষ সমূহ নিম্নে আলোচনা করা হলো-
আরও দেখুন:
◾ চেক প্রতারণা ও ডিজঅনারে করণীয়
Drawer বা আদেষ্টা
হিসাবধারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন চেকের উপর তারিখ লিখে স্বাক্ষর পূর্বক নির্দিষ্ট পরিমান অর্থ কোনো নির্দেশিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরিশোধের জন্য তার ব্যাংককে আদেশ প্রদান করে তখন ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে Drawer বা প্রস্তুতকারক বলে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
Drawee বা আদিষ্ট
যে ব্যাংকের উপর আদেষ্টা অর্থ পরিশোধের জন্য আদেশ দেয়, সেই ব্যাংককে আদিষ্ট বা Drawee বলা হয়।
Payee বা প্রাপক
চেকে বর্ণিত অর্থ যাকে পরিশোধ করার জন্য ব্যাংককে আদেশ করা হয়, তাকে প্রাপক বা Payee বলা হয়।