ব্যাংক নির্বাহী

কেন্দ্রীয় ব্যাংকের ইডি হলেন পরিমল চন্দ্র চক্রবর্ত্তী

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন প্রধান কার্যালয়ের ইইএফ ইউনিটের মহাব্যবস্থাপক (জিএম) পরিমল চন্দ্র চক্রবর্ত্তী।

রোববার (৯ জানুয়ারি, ২০২২) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ২ জানুয়ারি, ২০২২ এক আদেশে তিনি নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

ঢাকা জেলার ধামরাই উপজেলার অন্তর্গত সানোড়া ইউনিয়নের ধলকুন্ড গ্রামে জন্ম পরিমল চন্দ্র চক্রবর্ত্তীর। তিনি তৎকালীন জগন্নাথ কলেজ (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পুন্ড্র ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি লাভের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর তত্ত্বাবধানে ‘অ্যাডভান্সন্ড সার্টিফিকেট কোর্স অন হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট’ কোর্স সফলতার সঙ্গে সম্পন্ন করেন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন পরিমল চন্দ্র। প্রধান কার্যালয় ছাড়াও বাংলাদেশ ব্যাংক, বগুড়া এবং রংপুর কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ইন্সপেকশন ডিপার্টমেন্ট, ব্যাংকিং ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, আইন বিভাগ, ইক্যুইটি অ্যান্ড অন্ট্র্যাপ্রেনারশিপ ফান্ড ইউনিটে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ ব্যাংকে কর্মদক্ষতার পুরস্কারস্বরূপ তিনি বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০১৬ পদক পান। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর, স্লোভাকিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, লেবানন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভুটানসহ বিভিন্ন দেশে সভা-সেমিনার ও ওয়ার্কশপে অংশ নেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button