অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে পদ্মা ব্যাংক
পদ্মা ব্যাংক লিমিটেড (Padma Bank Limited) বাংলাদেশের ৪র্থ প্রজন্মের একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি পদ্মা ব্যাংক লিমিটেড এ “অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার (কন্ট্রাক্টচুয়াল)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগামী ১০ মে, ২০২৩ এর মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে।
পদের নামঃ অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার (কন্ট্রাক্টচুয়াল)
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও চুক্তিভিত্তিক।
✓ কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বীকৃত সরকারি/ বেসরকারি যেকোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি ধারী হতে হবে।
✓ প্রার্থীর সেলস-এ অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
✓ বয়স- সর্বোচ্চ ৩৭ বছর।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বেতন ও সুযোগ-সুবিধাঃ
✓ আকর্ষণীয় ও প্রতিযোগিতা মূলক বেতন এবং সুবিধা।
✓ ব্যাংকের নিয়ম ও পলিসি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
✓ কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ মনে রাখবেন পদ্মা ব্যাংক একটি ইকুয়াল কর্মসংস্থান প্রতিষ্ঠান।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে তাদের সিভি সাম্প্রতিক ছবি (সফট/ স্ক্যানড কপি), যোগাযোগের বিবরণ এবং যথাযথ স্বাক্ষরিত কভার লেটার দিয়ে career@padmabankbd.com এই ঠিকানায় ইমেইল পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
✓ ব্যতিক্রমী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগের মানদণ্ড শিথিল করা যেতে পারে।
✓ প্রার্থীকে আবেদনের ক্ষেত্রে গ্রেড/ র্যাঙ্ক এবং পছন্দের লোকেশনের কথা উল্লেখ করতে হবে। ইমেইলেও সাবজেক্ট লাইনে তা উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ১০ মে, ২০২৩।
সোর্সঃ বিডি জবস
About Padma Bank Limited:
Padma Bank Limited, a fourth generation bank, inaugurated operations on January 29, 2019 with a new vision and view to become a trusted custodian of financial assets belonging to all valued clients in Bangladesh. The Bank has occupied a unique position through a first time ever collaboration in the banking industry that records the inclusion of 4- state-owned commercial banks i.e. Sonali Bank Limited, Janata Bank Limited, Agrani Bank Limited & Rupali Bank Limited and Investment Corporation of Bangladesh [ICB] as 68% stakeholders.
Padma Bank Limited, formerly known as The Farmers Bank Limited, is a private commercial bank headquartered in Gulshan-1, Dhaka, Bangladesh. The bank was established in 2013. The fourth generation bank commenced its banking operation on June 3, 2013. By an order On 29 January 2019 Bangladesh Bank has changed the name of The Farmers Bank Limited to Padma Bank Limited after the bank failed to pay its liabilities due numerous bad loans and embezzlements.