সাম্প্রতিক ব্যাংক নিউজ

ব্যাংকসমূহের পরিচালন মুনাফা ২০২৩

পরিচালন মুনাফা বেড়েছে বেশির ভাগ ব্যাংকের

ব্যাংকসমূহের পরিচালন মুনাফা ২০২৩- বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির মধ্যেও দেশের ব্যাংকগুলোতে মুনাফার সূচকে ইতিবাচক পরিবর্তন এসেছে। ব্যবসা-বাণিজ্যের অবনতির পরেও ২০২৩ শেষে কর-পূর্ববর্তী মুনাফা বেড়েছে বেশির ভাগ ব্যাংকের। আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে মুনাফা থাকে, সেটিই কোনো ব্যাংকের পরিচালন মুনাফা।

পরিচালন মুনাফা কোনো ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। এ মুনাফা থেকে খেলাপি ঋণ ও অন্যান্য সম্পদের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণ এবং সরকারকে কর পরিশোধ করতে হয়। প্রভিশন সংরক্ষণ ও কর-পরবর্তী মুনাফাই হলো একটি ব্যাংকের প্রকৃত বা নিট মুনাফা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৩ সাল শেষে ব্যাংকগুলোর মুনাফা (টাকা কোটিতে) তুলে ধরা হলোঃ

আরও দেখুন:
◾ ২০২২ সালের ব্যাংকসমূহের পরিচালন মুনাফা

ব্যাংকের নাম২০২৩২০২২২০২১
সোনালী ব্যাংক৩৭২৭২৫২০২১০০
ইসলামী ব্যাংক২৭৮১২৬৪৬২৪৩০
জনতা ব্যাংক১০২৩৯২৮
ডাচ্-বাংলা ব্যাংক১২০০১২২৮
পূবালী ব্যাংক১৭৬৫১৪১৫১১৪০
সিটি ব্যাংক১১০১
ইউসিবি১১০০
ইস্টার্ন ব্যাংক১১০০১০৫০১০৫০
ট্রাস্ট ব্যাংক১০৫০
সাইথইস্ট ব্যাংক৯০০১০২৮১০১৬
ব্যাংক এশিয়া১০০২
প্রিমিয়ার ব্যাংক৮৮১
অগ্রণী ব্যাংক১৩০০
এক্সিম ব্যাংক৭৫০৭৫০৭৮০
আইএফআইসি ব্যাংক৭৭৫
আল-আরাফাহ ইসলামী ব্যাংক৮৪০৮১০৭৫০
যমুনা ব্যাংক১০০২৮৩০৭৫০
এবি ব্যাংক৫৫০৫৪৫
প্রাইম ব্যাংক
মার্কেন্টাইল ব্যাংক৫৪৫৮৪৫৭২২
ঢাকা ব্যাংক৭২১
এনসিসি ব্যাংক৭১৭
শাহজালাল ইসলামী ব্যাংক৯০০৭১৭
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক৭৪২৭০৫৬৯০
উত্তরা ব্যাংক৬৯৫
মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক৬০১
সোশ্যাল ইসলামী ব্যাংক৬০০৫২০৫০৪
এনআরবিসি ব্যাংক৪৫৫৪৫০
ইউনিয়ন ব্যাংক৪৫৫৪১৫৩৭৫
স্ট্যান্ডার্ড ব্যাংক২০৭১৬০৩২৬
গ্লোবাল ইসলামী ব্যাংক২৬৮
ন্যাশনাল ব্যাংক২৪৮
মধুমতি ব্যাংক২২২১৮৮২১৬
এসবিএসি ব্যাংক২০০২১০
মিডল্যান্ড ব্যাংক১৮০১৬২
রূপালী ব্যাংক৬৯৬১০৬১৫০
মেঘনা ব্যাংক১৬৫৭৫১০৫
ওয়ান ব্যাংক
এনআরবি ব্যাংক১৩০১২৩
বেসিক ব্যাংক-৩৫০-৩৭১-৮০
বিডিবিএল২৫২৫
বাংলাদেশ কৃষি ব্যাংক৭৪৯৫৬১
সিটিজেনস ব্যাংক২.৫৪

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ব্যাংক খাতে ২০২২ সালের ডিসেম্বরের শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা, যা ২০২৩ সালের সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা। অর্থাৎ নয় মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর’২৩) খেলাপি ঋণ বেড়েছে ৩৪ হাজার ৭৪১ কোটি টাকা। লাগামহীন এই খেলাপি ঋণের মধ্যেও ব্যাংকগুলো অনেক মুনাফা করেছে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button