ওয়ান ব্যাংকের কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ড চালু
ওয়ান ব্যাংকের কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ড চালু। ওয়ান ব্যাংকের গ্রাহকদের জন্য এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তিসহ ভিসা ব্র্যান্ডের ইএমভি চিপ ক্রেডিট কার্ড চালু করেছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর, ২০২১) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. এস. এম. শহীদুল্লাহ্ খান প্রধান কার্যালয়ে কেক কেটে কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ডের সুচনা করেন।
নতুন কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ডের মাধ্যমে কার্ডহোল্ডাররা দেশে ও বিদেশে নির্দিষ্ট কন্ট্যাক্টলেস পেমেন্ট টার্মিনালে ক্রেডিট কার্ড ট্যাপ লেনদেন সম্পন্ন করতে পারবে।
অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ, পরিচালনা পর্ষদের সদস্যরা কাজী রুকুনউদ্দীন আহমেদ, শওকত জামান, অনন্যা দাশ গুপ্ত, স্বতন্ত্র পরিচালক সাবেক নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |