যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন নূর মোহাম্মদ
যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে সর্বসম্মতিক্রমে আলহাজ নূর মোহাম্মদকে দ্বিতীয়বারের মতো যমুনা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। মুন্সীগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী আলহাজ নূর মোহাম্মদ শিক্ষাজীবন সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
তিনি মুন্সীগঞ্জের সাবেক সংসদ সদস্য, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান, আলহাজ নূর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা, মুন্সীগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং বাংলাদেশ অ্যান্টি ড্রাগ ফেডারেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।
তার নেতৃত্বে যমুনা ব্যাংক ফাউন্ডেশন করপোরেট সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে ‘দ্য গ্লোবাল ইকোনমিকস’ থেকে যমুনা ব্যাংক ‘সেরা সিএসআর ব্যাংক ২০২১’ পুরস্কার লাভ করে।
এছাড়াও পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, তিনি আগামী ছয় বছর যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত থাকবেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |