এনআরবিসি ব্যাংক ইউনিট ইন-চার্জ নিয়োগ বিজ্ঞপ্তি
এনআরবিসি ব্যাংক গ্রুপ লিডার নিয়োগ বিজ্ঞপ্তি – বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের অন্যতম একটি ব্যাংক হলো এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি (NRBC Bank PLC)। ব্যাংকটিতে ‘ইউনিট ইন-চার্জ/ এরিয়া ইন-চার্জ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ০১ অক্টোবর, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ ইউনিট ইন-চার্জ/ এরিয়া ইন-চার্জ
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী।
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ জব লোকেশন: বাংলাদেশের যে কোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
✓ একাডেমিক ক্যারিয়ারে ২য় বিভাগ থাকতে হবে।
✓ ক্ষুদ্রঋণ (মাইক্রো ক্রেডিট) কার্যক্রমে ন্যূনতম ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অন্যান্য শর্তাবলীঃ
✓ বয়স সীমা: ০১ অক্টোবর, ২০২৪ তারিখে বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না।
✓ ক্ষুদ্রঋণ পেশায় ভালো এবং সাউন্ড ট্র্যাক রেকর্ড থাকতে হবে।
✓ কম্পিউটার সাক্ষরতা থাকতে হবে।
✓ চাপের মধ্যে কাজ করার ক্ষমতা ও টার্গেট ওরিয়েন্টেড হতে হবে।
✓ ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ প্রাসঙ্গিক ক্ষেত্রে ব্যাংকিং এর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সংশ্লিষ্ট পদের জন্য উত্সাহিত করা হয়েছে এবং তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন ও ভাতাঃ
✓ মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কোনো কারণ ছাড়াই এনআরবিসি ব্যাংক যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে
আবেদনের শেষ তারিখঃ
✓ ০১ অক্টোবর, ২০২৪।
সোর্সঃ এনআরবিসি ব্যাংক পিএলসি
About NRBC Bank PLC:
NRBC Bank PLC is one of the 4th generation private commercial banks in Bangladesh. The Bank was formerly known as NRB Commercial Bank Limited and changed its name to NRBC Bank PLC in September 2023. It was established on 2 April, 2013 and is headquartered in 114 Motijheel C/A, Dhaka, Bangladesh. The bank is listed on the Dhaka and Chittagong stock exchanges. At present, the bank has 131 branches, 9 AD branches, 641 sub-branches, 45 ATM booths, and 563 agent points across the country.
NRBC Bank PLC provides various banking products and services for individuals, small businesses, and medium and large corporates in Bangladesh. It operates through Conventional banking, Islamic Banking, Off-shore Banking Unit, and NRBC Bank Securities Limited segments. The bank accepts savings and current accounts, and fixed and short notice deposits. Its loan products include life style, education, business, auto, home loans; and machinery, construction, residence, personal vehicle, financial obligation, import, export, small and medium entrepreneurs, agriculture, and green finance. NRBC Bank also offers debit, credit, and prepaid cards; Islamic banking products; and bill collection, remittance, and online and SMS banking services.
ডিসক্লেইমারঃ ‘ব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে। |
বাংলাদেশের বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের অন্যতম একটি বাণিজ্যিক ব্যাংক হলো এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি (NRB Commercial Bank PLC) বা এনআরবিসি ব্যাংক পিএলসি (NRBC Bank PLC)। ব্যাংকটি ২০১৩ সালের ২ এপ্রিল অনুমোদন লাভের পর ১৮ এপ্রিল তার ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারি অনিবাসী বাংলাদেশিরা ব্যাংকটির প্রতিষ্ঠাতা। ব্যাংকটির অনুমোদিত মূলধনের পরিমাণ ১০ বিলিয়ন টাকা। ব্যাংকটির প্রধান কার্যালয় ১১৪, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশে অবস্থিত।
বর্তমানে ব্যাংকটি গ্রাহকদেরকে রিটেইল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, এসএমই বাংকিং, এটিএম (কার্ড) ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। সারা দেশে ব্যাংকটির ১৩১টি শাখা, ৯টি এডি শাখা, ৬৪১টি উপ-শাখা, ৪৫টি এটিএম বুথ এবং ৫৬৩টি এজেন্ট পয়েন্ট রয়েছে। স্থানীয় ও অনিবাসী গ্রাহক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান এবং কৃষি খাতে অর্থায়নের প্রয়োজনীয়তা মেটানোর মাধ্যমে একটি উচ্চ মানসম্পন্ন ও গ্রহণযোগ্য আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার জন্য ব্যাংকটি তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।