এনআরবিসি ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের অন্যতম একটি ব্যাংক হলো এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (NRBC Bank Limited)। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি অফিসার/ ট্রেইনি এ্যাসিস্ট্যান্ট অফিসার/ ট্রেইনি জুনিয়র অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মার্চ, ২০২২ এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নামঃ ট্রেইনি অফিসার/ ট্রেইনি এ্যাসিস্ট্যান্ট অফিসার/ ট্রেইনি জুনিয়র অফিসার
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী।
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ জব লোকেশন: সারা দেশে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যেকোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে নূন্যতম স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
✓ সিজিপিএ ৪.০০ এর স্কেলে সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
✓ এসএসসি এবং এইচএসসিতে জিপিএ ৫.০০ স্কেলে কমপক্ষে ৪.০০ থাকতে হবে।
✓ শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অন্যান্য শর্তাবলীঃ
✓ ২৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ৩০ বছরের বেশি না হওয়া।
✓ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।
✓ এম এস ওয়ার্ড, এম এস এক্সেল, এম এস পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ই-মেইল ব্যবহার এবং বাংলা লেখার দক্ষতা থাকতে হবে।
✓ আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
✓ ন্যূনতম ০৩ বছর সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
✓ বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ শিক্ষানবিশ সময়কালে মাসিক বেতন- ২৬,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা।
✓ শিক্ষানবিশ সময়কাল ২ বছর।
আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে।
✓ আবেদন করতে ক্লিক করুন- এখানে।
✓ কোন কারণ ছাড়াই ব্যাংক যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ১৫ মার্চ, ২০২২।
আরও দেখুন:
◾ বেছে নিন ব্যাংকিং পেশা
সোর্সঃ এনআরবিসি ব্যাংক
About NRBC Bank:
NRB Bank is one of the 4th generation private banks in Bangladesh. NRBC Bank is the leading provider of corporate banking services in Bangladesh, catering to the domestic and overseas needs of small businesses, medium and large Corporate by offering a wide range of corporate finance products ranging from traditional working capital finance to project finance.
The Bank’s clients include multinational and domestic companies engaged in activities across all sectors of the economy such as contracting, trading, shipping, real estate and international trading. There is also a good portfolio of Term Lending as well including some Syndicated Loans.