এনআরবি ব্যাংক জব সার্কুলার

এনআরবি ব্যাংক রিলেশনশিপ অফিসার, পেরোল (SO-PO) নিয়োগ বিজ্ঞপ্তি

এনআরবি ব্যাংক রিলেশনশিপ অফিসার, পেরোল (SO-PO) নিয়োগ বিজ্ঞপ্তি – বাংলাদেশের বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের অন্যতম একটি ব্যাংক হলো এনআরবি ব্যাংক পিএলসি (NRB Bank PLC)। ব্যাংকটি তাদের CHO পেরোল বিভাগে “রিলেশনশিপ অফিসার/ রিলেশনশিপ ম্যানেজার (RO/RM)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ রিলেশনশিপ অফিসার/ রিলেশনশিপ ম্যানেজার (RO/RM)
✓ বিভাগ: CHO পেরোল।
✓ জব গ্রেড: সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার (SO-PO)।
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ প্রার্থীর ধরণ: নারী পুরুষ উভয়েই৷
✓ কর্মস্থল: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যেকোনো প্রতিষ্ঠান থেকে মাস্টার্স/ গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
✓ ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে পদ সংশ্লিষ্ট কাজে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়স- সর্বোচ্চ ৪০ বছর।
✓ ইংরেজি এবং বাংলায় বলা ও লেখার ক্ষেত্রে চমৎকার কমান্ড থাকতে হবে।
✓ Word, Excel, Outlook, PowerPoint ইত্যাদি বিষয়ে চমৎকার জ্ঞান থাকতে হবে।
✓ ভাল পরিকল্পনা, শক্তিশালী আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ গোপনীয় তথ্য সঠিকভাবে পরিচালনা করা আবশ্যক।

বেতন ও ভাতাঃ
✓ মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়াও ব্যাংকের নিয়ম ও পলিসি অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি
কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এনআরবি ব্যাংক কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ৩০ নভেম্বর, ২০২৪।

সোর্সঃ বিডি জবস

About NRB Bank PLC:

NRB Bank PLC (Non-resident Bangladeshis Bank PLC) is an innovative fourth-generation bank in Bangladesh. It commenced banking operations on August 4, 2013, after obtaining a license from Bangladesh Bank as a banking company under the Companies Act, 1994. The bank’s vision is to be the leading dedicated financial institution for Non-Resident Bangladeshis (NRBs) to invest in Bangladesh and for Bangladeshi individuals and corporates to access international markets. Since its inception, NRB Bank has brought innovations to the banking system, living up to its motto of being “Not Just Another Bank.”

With a goal to create customer loyalty, shareholder value, and employee satisfaction, and always keeping the core tenets of sustainable banking close to their heart, the bank has launched a wide variety of products and services under different categories such as Retail Banking, SME Banking, NRB Banking, Corporate Banking, and E-Banking. NRB Bank reaches customers through numerous delivery channels, including Branch Banking, Agent Banking, Real-time Online Banking, Internet Banking, SMS/Alert services, and VISA Debit/Credit Cards with global access and a shared network across the country. Currently, NRB Bank has 51 branches, 29 sub-branches, 51 ATM booths, and 311 agent outlets across the country.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

এনআরবি ব্যাংক পিএলসি (NRB Bank PLC) প্রবাসী বাংলাদেশী বিনিয়োগকারীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের বেসরকারি খাতে চতুর্থ প্রজন্মের একটি বাণিজ্যিক ব্যাংক। ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত হয়ে ২৮ মে, ২০১৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করে। একই বছরের আগস্ট মাসের ৪ তারিখে ১০,০০০ মিলিয়ন টাকার অনুমোদিত মূলধন এবং ৪,০০০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এনআরবি ব্যাংক সূচনাকাল থেকেই ব্যাংকিং ব্যবস্থায় উদ্ভাবনী নিয়ে এসেছে। ব্যাংকটির মোটো হলো “Not Just Another Bank“।

এনআরবি ব্যাংক পিএলসি রিটেইল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, এনআরবি ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং এবং ই-ব্যাংকিং-এর মতো বিভিন্ন ক্যাটাগরির অধীনে বিভিন্ন ধরনের পণ্য ও সেবা চালু করেছে। এনআরবি ব্যাংক শাখা ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, রিয়েল-টাইম অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, ভিসা ডেবিট/ক্রেডিট কার্ড এর গ্লোবাল অ্যাক্সেস সহ সারা দেশে শেয়ার্ড নেটওয়ার্ক এবং অসংখ্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে। বর্তমানে সারাদেশে ব্যাংকটির ৫১টি শাখা, ২৯টি উপ-শাখা, ৫১টি এটিএম বুথ ও ৩১১টি এজেন্ট আউটলেট রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button