সাম্প্রতিক ব্যাংক নিউজ
এনসিসি ব্যাংক ভিসা সিগনেচার কার্ড চালু করল
ভিসা সিগনেচার কার্ড চালু করল এনসিসি ব্যাংক। রাজধানীর এনসিসি ব্যাংক ভবনে এ সেবা উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এসএম আবু মহসীন। এ সময় ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার, ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, এসইভিপি মুহাম্মদ এইচ কাফী, কোম্পানি সচিব মো. মনিরুল আলম এবং হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।