ন্যাশনাল ব্যাংক লিমিটেডব্যাংক হিসাব

ন্যাশনাল ব্যাংক “স্বাধীনতা” দুই মাস অন্তর আয় প্রকল্প হিসাব

ন্যাশনাল ব্যাংক তাদের গ্রাহকদের জন্য নিয়ে আসলো “স্বাধীনতা” নামে একটি আকর্ষণীয় লাভে দুই মাস অন্তর আয় প্রকল্প। এই প্রকল্পে দুই মাস পর পর লাভ পাওয়া যায়। আর সঞ্চয় তুলতে পারবেন যেকোনো সময় যেকোনো মুহূর্তে। ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার গুণিতক যে কোন অংকের টাকা দুই বছরের জন্য বিনিয়োগ করে এই সুবিধা ভোগ করা যায়।

“স্বাধীনতা” দুই মাস অন্তর আয় প্রকল্পের বৈশিষ্ট্য সমূহ
নিম্নে “স্বাধীনতা” দুই মাস অন্তর আয় প্রকল্পের বৈশিষ্ট্য সমূহ তুলে ধরা হলো-
✔ কোন প্রকার চার্জ বা কর্তন ব্যতিরেকে মেয়াদ শেষ হওয়ার পূর্বেই প্রয়োজনে সম্পূর্ণ সঞ্চয় তুলে নেয়া যায়।
✔ ১৮ বছর বা তার অধিক বয়সী যে কোন বাংলাদেশী নাগরিক “স্বাধীনতা” দুই মাস অন্তর আয় প্রকল্প হিসাব খুলতে পারবেন।
✔ অপ্রাপ্ত বয়স্করাও আইনত অভিভাবকদের সাথে যৌথভাবে এই হিসাব খুলতে পারবেন। এক্ষেত্রে অভিভাবকই হিসাব পরিচালনার সুযোগ পাবেন।
✔ এক বা ভিন্ন শাখায় এক নামে একাধিক “স্বাধীনতা” দুই মাস অন্তর আয় প্রকল্প হিসাব খুলে এই স্কিমের সুবিধা সমুহ উপভোগ করা যাবে।
✔ লাভ বা মুনাফার টাকা জমা করার জন্য ন্যাশনাল ব্যাংকের যে কোন শাখায় বিনিয়োগকারীর একটি সঞ্চয়ী হিসাব থাকতে হবে।
✔ “স্বাধীনতা” দুই মাস অন্তর আয় প্রকল্পের বিপরীতে ৮০% পর্যন্ত ঋণ সুবিধা পাওয়া যায়।

ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

জমাকৃত টাকার পরিমাণ ও লাভ
নিম্নে “স্বাধীনতা” দুই মাস অন্তর আয় প্রকল্পে জমাকৃত টাকার পরিমাণ ও ২ মাস অন্তর প্রদেয় লাভের পরিমাণ তুলে ধরা হলো-

জমার পরিমাণসুদ প্রদান পদ্ধতিপ্রাপ্ত সুদ১০% ট্যাক্স বাদে১৫% ট্যাক্স বাদে
৫০,০০০প্রথম ৪ মাসে প্রাপ্ত সুদ,৬০০,৪৪০,৩৬০
পরবর্তী দ্বি মাসিক সুদ৮০০৭২০৬৮০
১০০,০০০প্রথম ৪ মাসে প্রাপ্ত সুদ,২০০,৮৮০,৭২০
পরবর্তী দ্বি মাসিক সুদ,৬০০,৪৪০,৩৬০
২০০,০০০প্রথম ৪ মাসে প্রাপ্ত সুদ,৪০০,৭৬০,৪৪০
পরবর্তী দ্বি মাসিক সুদ,২০০,৮৮০,৭২০
০০,০০০প্রথম ৪ মাসে প্রাপ্ত সুদ,৬০০,৬৪০,১৬০
পরবর্তী দ্বি মাসিক সুদ,৮০০,৩২০,০৮০
৫০০,০০০প্রথম ৪ মাসে প্রাপ্ত সুদ১৬,০০০১৪,৪০০১৩,৬০০
পরবর্তী দ্বি মাসিক সুদ,০০০,২০০,৮০০
,০০০,০০০প্রথম ৪ মাসে প্রাপ্ত সুদ৩২,০০০২৮,৮০০২৭,২০০
পরবর্তী দ্বি মাসিক সুদ১৬,০০০১৪,৪০০১৩,৬০০

* Nominal Rate is 9.60% P.A. and Effective Rate will be 10.00% P.A. due to compounding of interim interest payments.

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

“স্বাধীনতা” আয় প্রকল্প হিসাব খুলতে প্রয়োজনীয় কাগজপত্র
নিম্নে “স্বাধীনতা” আয় প্রকল্প হিসাব খুলতে প্রয়োজনীয় কাগজপত্র সমূহের তালিকা সমূহ তুলে ধরা হলো-
✔ একাউন্ট হোল্ডার (হিসাব পরিচালনাকারী গ্রাহক) এর ০২ কপি সাম্প্রতিক সময়ে তোলা রঙিন ছবি।
✔ নমিনির সাম্প্রতিক সময়ে তোলা রঙ্গিন ০১ কপি ছবি একাউন্ট হোল্ডার (হিসাব পরিচালনাকারী গ্রাহক) কর্তৃক সত্যায়িত।
✔ একাউন্ট হোল্ডার (হিসাব পরিচালনাকারী গ্রাহক) এর ছবি ও স্বাক্ষর সম্বলিত পরিচয় পত্র (জাতীয় পরিচয় পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট) এর ফটোকপি (মুল পরিচয় পত্র দেখাতে হবে)।
✔ নমিনীর ছবি ও স্বাক্ষর সম্বলিত পরিচয় পত্র (জাতীয় পরিচয় পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট) এর ফটোকপি (মুল পরিচয় পত্র দেখাতে হবে)।
✔ হালনাগাদ ই-টিন সার্টিফিকেট (যদি থাকে)। ও
✔ ন্যাশনাল ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকলে তার নম্বর লাগবে।
বিশেষ দ্রষ্টব্যঃ টিন সার্টিফিকেট না দিলে প্রাপ্ত সুদ বা মুনাফার উপর ১৫% হারে আয়কর কাটা যাবে আর জমা দিলে ১০% হারে কাটা যাবে।

❏ বিস্তারিত জানতে
ন্যাশনাল ব্যাংক লিমিটেড, হেড অফিস, ১৮, দিলকুশা বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ অথবা ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করুন
✆টেলিফোনঃ ৮৮-০২-৯৫৬৩০৮১-৫, ৮৮-০২-৯৫৮৭৪৬৪-৫, ৮৮-০২-৯৫৮৭৪৬৭, ৮৮-০২-৯৫৫০৫২৩-৫
ফ্যাক্সঃ ৮৮-০২-৯৫৬৯৪০৪, ৮৮-০২-৯৫৬৩৯৫৩, ৮৮-০২-৯৫৫৪৩১৪, ৮৮-০২-৯৫৬৩২৬৮
সুইফট কোডঃ NBLBBDDH
ইমেইলঃ ho@nblbd.com
ওয়েবসাইটঃ www.nblbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button