বিশেষ কলামব্যাংক হিসাব

আমার ব্যাংক আমার হিসাব পরিচালন চার্জবিহীন ব্যাংক হিসাব

দিনু প্রামানিকঃ সাধারণতঃ ব্যাংকে হিসাব পরিচালন, খোলা ও সচল রাখার জন্য বার্ষিক এবং অর্ধ-বার্ষিক এ নির্দিষ্ট হারে সার্ভিস চার্জ ও সরকারী ফি প্রদান করতে হয়। কিন্তু কিছু কিছু ব্যাংক হিসাবে পরিচালন খরচ একদমই নাই। পরিচালন চার্জ/খরচবিহীন ব্যাংক হিসাব খোলা ও সচল রাখা যায় এমন কথা এখন আর ব্যাংক গ্রাহকের কাছে নতুন কোন শব্দ নয়। খরচবিহীন ব্যাংক হিসাব খোলা ও সচল রাখার জন্য বাংলাদেশ ব্যাংক নো-ফ্রিল হিসাব চালু করছে।

এফআইডি সার্কুলার লেটার নং ০১/২০২২ মার্চ ২৭, ২০২২ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণীত ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের, মুক্তিযোদ্ধাদের হিসাবসমুহ খোলা ও নো-ফ্রিল হিসাব সচল রাখতে কোনো সার্ভিস চার্জ বা ফি কাটা হয় না। তথাপি সরকারের নির্দেশনা মোতাবেক কোনো ফি প্রযোজ্য হলে নির্দিষ্ট সময়ান্তে সেটা হিসাবের ব্যালেন্স থেকে কেটে রাখা হয়।

আরও দেখুন:
◾ গ্রাহক সেবার প্রাপ্তি ও একটি ব্যক্তিগত অভিব্যক্ত

সমাজের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে সাশ্রয়ী মূল্যে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় অনুমোদিত ব্যাংক শাখায়, উপশাখায় বা এজেন্ট ব্যাংকিং আউটলেট এ মাত্র ১০ (দশ) টাকা প্রাথমিক জমাকরণের মাধ্যমে যে ব্যাংক হিসাব খোলা হয় সেটাই ১০/- টাকা ব্যাংক হিসাব নামে পরিচিত। ইংরেজিতে এ ধরণের ব্যাংক হিসাবকে No-Frill Accounts (NFAs) নামে অভিহিত করা হয়।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

নো-ফ্রিল হিসাব কি?
নো-ফ্রিলস হিসাব বা অ্যাকাউন্ট হল একটি ব্যাংক অ্যাকাউন্ট যা শূন্য ব্যালেন্সের সাথে খোলা এবং রক্ষণাবেক্ষণ করা যায়, শূন্য বা নামমাত্র চার্জ ধার্য করে এবং অপ্রয়োজনীয় পরিষেবা বা ফ্রিলগুলো দূর করে। অতএব, এ ধরণের হিসাব খুলতে ও পরিচালনা করতে কোনো চার্জ বা ফি নেয়া হয় না।

যে কোনো ব্যাংক হিসাব খুলতে সাধারণত নিম্নলিখিত দলিলাদি/কাগজপত্র প্রয়োজন হয়
✓ ব্যাংকের নির্দিষ্ট আবেদনপত্র পূরণ;
✓ আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
✓ নমুনা স্বাক্ষর (আবেদনকারী কর্তৃক ব্যাংক কর্মকর্তার সম্মুখে স্বাক্ষর করতে হবে);
✓ মনোনীত নমিনি/উত্তরাধিকারী ব্যক্তির (নমিনি একাধিক হতে পারবেন) এক কপি পাসপোর্ট সাইজের ছবি, যা হিসাবধারী কর্তৃক সত্যায়িত হবে।
✓ নমিনির স্বাক্ষর (ব্যাংক কর্মকর্তার সম্মুখে স্বাক্ষর করা বাঞ্চনীয়);
✓ আবেদনকারী ও নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;
✓ আবেদনকারীর টিআইএন সার্টিফিকেট এর ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে/যদি থাকে);
✓ সম্ভাব্য লেনদেন সংক্রান্ত তথ্য;
✓ ব্যাংকের চাহিদানুযায়ী অন্যান্য কাগজপত্র।

ব্যাংকে হিসাব খুলে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় চেক এর মাধ্যমে এ হিসাবে লেনদেন করা যাবে। এমনকি অনলাইন ব্যাংকিং সুবিধা গ্রহণ করে দেশের যে কোন প্রান্তে অবস্থিত ব্যাংক শাখা হতেও লেনদেন করা যাবে। এছাড়া, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ঘরে বসে বা স্মার্ট ফোন ব্যবহার করেও হিসাব পরিচালনা করা যাবে। স্ব স্ব ব্যাংকের মোবাইল এ্যাপস্ ব্যবহার করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যম লেনদেন করা যাবে। প্রয়োজনে এটিএম কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যাবে। এছাড়া, এজেন্ট ব্যাংকিং আউটলেট এ হিসাব খুললে হাতের আঙুলের ছাপ ব্যবহার করে হিসাব পরিচালনা করা যাবে যা অত্যন্ত নিরাপদ ও সহজ।

কে বা কারা এ হিসাব খুলতে পারে?
✓ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বা সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতাভোগী;
✓ যে কোন দুর্যোগে (প্রাকৃতিক ও মানবসৃষ্ট) ক্ষতিগ্রস্ত (যেমন: নদীভাঙ্গন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকান্ড, ভূমিকম্প, ভবনধ্বস, কোভিড-১৯ এর ন্যায় অতিমারী ইত্যাদি) প্রান্তিক/ভূমিহীন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্নআয়ের পেশাজীবী, এবং চর ও হাওর এলাকায় বসবাসকারী স্বল্প আয়ের জনগোষ্ঠী;
✓ পাড়া/মহল্লা/গ্রামভিত্তিক ক্ষুদ্র/অতিক্ষুদ্র উদ্যোক্তা ও পেশাজীবী (যেমনঃ চর্মকার, স্বর্ণকার, ক্ষৌরকার, কামার, কুমার, জেলে, দর্জি, হকার/ফেরিওয়ালা, রিক্সাচালক/ভ্যানচালক, ইলেক্ট্রিক/ইলেকট্রনিক যন্ত্র মেরামতকারী, ইলেক্ট্রিশিয়ান, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রী, রংমিস্ত্রী, গ্রিলমিস্ত্রী, প্লাম্বার, আচার/পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতী, পশু চিকিৎসক ইত্যাদি);
✓ আয় উৎসারী কর্মকান্ডে নিয়োজিত অতি দরিদ্র বা দরিদ্র (যেমন: মুদি ও মনোহরী পণ্যের দোকানী, ভ্রাম্যমান কাপড়ের দোকানী, ফ্লেক্সিলোড সেবা প্রদানকারী/মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এজেন্ট, তথ্য সেবা প্রদানকারী/ইন্টারনেট সেবা প্রদানকারী, ভাসমান খাবারের দোকানী, চা-পান বিক্রেতা, বই/পত্রিকা/ম্যাগাজিন বিক্রেতা, ঠোঙা/মোড়ক প্রস্তুতকারী, ফুল/ফল/শাক-সবজি বিক্রেতা, হাঁস/মুরগী/কবুতর/কোয়েল পালনকারী অতি ক্ষুদ্র উদ্যোক্তা, গরু/ছাগল/ভেঁড়া ইত্যাদি গবাদিপশু পালনকারী, চিংড়ি/মৎস্য/কাঁকড়া/কুঁচে চাষী, কেঁচো সারসহ যে কোন জৈব সার উৎপাদনকারী, সবজি চাষী, নার্সারি/বৃক্ষরোপণ কার্যক্রমে নিয়োজিত কর্মী, সূঁচিশিল্প, ব্লক-বাটিক, ক্ষুদ্র/কুটির শিল্প, হস্তশিল্প, কনফেকশনারিসহ অন্যান্য খাবার প্রস্তুতকারণ ও অন্য যে কোন সম্ভাবনাময় উদ্ভাবনী কর্মকান্ডে জড়িত ব্যক্তি এবং বিভিন্ন আয় উৎসারী কর্মকান্ড পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্য) ব্যক্তি বা ব্যক্তিবর্গ;
✓ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও অতিক্ষুদ্র বা ক্ষুদ্র মহিলা উদ্যোক্তাগণ।

এই হিসাবসমুহ কেন খুলবো বা এ ধরণের হিসাব খুলে কী কী ব্যাংকিং সেবা পাওয়া যাবে?
১০/- টাকায় খোলা ব্যাংক হিসাবটি একটি সঞ্চয়ী ব্যাংক হিসাব। সাধারণ সব ধরণের ব্যাংকিং সেবা এই হিসাবের মাধ্যমেই পাওয়া সম্ভব।
✓ টাকা জমানো ও উত্তোলন;
✓ রেমিটেন্স গ্রহণ;
✓ অন্য গ্রাহকের ব্যাংক হিসাবে টাকা প্রেরণ/পাওনা পরিশোধ;
✓ ঋণের টাকা উত্তোলন ও পরিশোধ;
✓ ইউটিলিটি বিল পরিশোধ;
✓ ভাতার টাকা বা সন্তানের বৃত্তি/উপবৃত্তির টাকা গ্রহণ ইত্যাদি।

এছাড়া, ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় জারীকতৃ ১৪ মে, ২০১৪ তারিখে জিবিসিএসআরডি সার্কুলার নং-০১/২০১৪, ২২ ডিসেম্বর, ২০১৪ তারিখের জিবিসিএসআরডি সার্কুলার লেটার নং-০৩/২০১৪, ৩১ মার্চ, ২০১৫ তারিখের জিবিসিএসআরডি সার্কুলার লেটার নং-০৩/২০১৫, ২০ জানুয়ারি, ২০১৬ তারিখের এফআইডি সার্কুলার লেটার নং-০১/২০১৬, ০৩ অক্টোবর, ২০১৬ তারিখের এফআইডি সার্কুলার লেটার নং-০৪/২০১৬ এবং ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখের এফআইডি সার্কুলার লেটার নং-০১/২০১৭, এফআইডি সার্কুলার লেটার নং-০১/২০২২, মার্চ ২৭, ২০২২ ও তদ্সংয্ক্তু নীতিমালার আওতায় ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে যেখান থেকে ঋণ প্রদান করা যাবে।

কোথায় বা কোন ব্যাংকে এ ধরণের হিসাব খোলা ও পরিচালন করা যাবে?
বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোনো ব্যাংক এর শাখা/উপশাখা/এজেন্ট আউটলেট অথবা ব্যাংক কর্তৃক নির্ধারিত অন্য যে কোনো এ্যাকসেস পয়েন্ট থেকেও ১০/- টাকায় এ ধরণের ব্যাংক হিসাব খোলা যাবে।

পরিশেষে বলা যায়, আমার ব্যাংক আমার হিসাব পরিচালন চার্জবিহীন ব্যাংক হিসাব। স্মার্ট বাংলাদেশ এর পুরোদমের স্বাদ পেতে এগিয়ে যাক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিচালন খরচবিহীন ব্যাংক হিসাবের সাথে সার্বিক ব্যাংকিং খাত।

দিনু প্রামানিক, ব্যাংকার ও ফ্রিল্যান্স লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button