মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক জব সার্কুলার

এমটিবি ব্রাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

এমটিবি ব্রাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি – বাংলাদেশের বেসরকারি খাতের অন্যতম একটি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি [Mutual Trust Bank (MTB) PLC]। ব্যাংকটি ২৯ সেপ্টেম্বর, ১৯৯৯ সালে প্রতিষ্ঠা লাভ করে। ব্যাংকটিতে “ব্রাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার (ক্যাশ/ জেনারেল/ রিটেইল/ এসএমই)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৭ অক্টোবর, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ ব্রাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার
✓ বিভাগ: ক্যাশ/ জেনারেল/ রিটেইল/ এসএমই।
✓ জব গ্রেড: অফিসার।
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই।
✓ জব লোকেশন: ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ৪ বছর মেয়াদি ব্যাচেলর/ স্নাতক ডিগ্রী ধারীরা আবেদন করতে পারবেন।
✓ একাডেমিক ক্যারিয়ারে ৩য় শ্রেনি বা জিপিএ ২.৫০ এর নিচে গ্রহণযোগ্য নয়।
✓ ন্যূনতম ০২ বছরের ব্যাংকিং এর অভিজ্ঞতা থাকতে হবে।
✓ সিলেট এবং অন্যান্য নির্দিষ্ট এলাকার অভিজ্ঞ আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়স: নির্ধারিত নেই।
✓ পুরুষ এবং নারী উভয়েই আবেদন করতে পারবেন।
✓ চাপ নিয়ে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
✓ জেনারেল ব্যাংকিং:
– মসৃণ গ্রাহক সেবার জন্য উদ্যোগ নিতে হবে।
– অভিযোগ/ সমস্যা দেখাশোনা করতে হবে।
– সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কাছে রিপোর্ট করতে হবে।
– সর্বোত্তম গ্রাহক সেবা বিকাশের জন্য নতুন ধারণা তৈরি করতে হবে।
✓ ক্যাশ ডিপার্টমেন্ট:
– স্বল্পতম সময়ের মধ্যে দক্ষতার সাথে এবং ত্রুটিহীনভাবে ক্যাশ প্রদান ও গ্রহণ করা।
– ক্যাশ এরিয়াতে ভাল সার্ভিস দিয়ে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা।
– ম্যানেজমেন্ট কর্তৃক নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করা।
– সেবা প্রদানের সময় জাল নোট, সন্দেহজনক লেনদেন এবং মানি লন্ডারিং সম্পর্কে সচেতন থাকতে হবে।
– এটিএম এর মেইন্ট্যানেন্স/ ক্যাশ লোডিং/ রিকনসাইল ইত্যাদি প্রয়োজনীয় কাজ করতে হবে।
✓ ব্রাঞ্চ রিটেইল/ ব্রাঞ্চ এসএমই আরএম:
– শাখা এসএমই ব্যবসা-সম্পর্কিত সমস্যা দেখাশোনা করতে হবে।
– সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট (অভ্যন্তরীণ ও বাহ্যিক) করতে হবে।
– সুষম ব্যবসা বৃদ্ধি নিশ্চিত করতে নতুন ধারণা তৈরি করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধাঃ
✓ মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়াও ব্যাংকের নিয়ম অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি
কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ব্যাংক কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ২৭ অক্টোবর, ২০২৪।

সোর্সঃ বিডি জবস

About Mutual Trust Bank (MTB) PLC:

Mutual Trust Bank (MTB) PLC is a third generation private commercial bank, based in Dhaka, Bangladesh. It was incorporated on September 29, 1999 under the Companies Act 1994 as a public limited company and has been adjudged as the Best Financial Institution of 2014 at the DHL-Daily Star Business Awards 2015. Earlier, MTB had also received the first-ever best “SME Bank of the Year” and best “Women Entrepreneurs’ Friendly Bank of the Year” by Bangladesh Bank and SME Foundation. MTB has recently been awarded the Best Presented Annual Report-2018 (3rd position) in the Private Banks category by The Institute of Chartered Accountants of Bangladesh (ICAB).

MTB aspires to be one of the most admired banks in the nation and recognized as an innovative and client-focused company. With our current network of 119 branches & 33 Sub branches, 200 Agent Banking Centers, 18 kiosks, 310 modern ATMs including 6 CRM Booths, 4 Air Lounges, over 3,220 Point of Sales (POS) machines, located in prime commercial, urban and rural areas, MTB offers fully integrated real time Online Banking Services, Internet and SMS Banking to its clientele, through a dedicated Team of experienced Relationship Managers and Alternate Delivery Channels (ADC).”

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি [Mutual Trust Bank (MTB) PLC] বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে। ব্যাংকটির প্রধান কার্যালয় রাজধানী ঢাকার ২৬ গুলশান এভিনিউতে অবস্থিত। ব্যাংকটি কোম্পানি আইন ১৯৯৪-এর অধীনে ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত হয়। ব্যাংকটি ১৯৯৯ সালের ০৫ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১-এর অধীনে লাইসেন্স পায় এবং ২৪ অক্টোবর ব্যাংকিং কার্যক্রম শুরু করে।

ব্যাংকটি বিভিন্ন মেয়াদে আমানত গ্রহণ করে এবং কর্পোরেট ঋণ, খুচরা ঋণ, বাড়ি নির্মাণসহ বিভিন্ন রকম ঋণ দেয়। এছাড়াও এটি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও এটিএম সেবাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে। ব্যাংকটি ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফোনের অ্যাপ এমটিবি স্মার্ট ব্যাংকিং এর মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান করছে। সারা দেশে ব্যাংকটির ১১৯টি শাখা, ৩৩টি উপ-শাখা, ২০০টি এজেন্ট ব্যাংকিং সেন্টার, ১৮টি কিওস্ক, ৩১০টি এটিএম/ সিআরএম বুথ এবং ৪টি এয়ার লাউঞ্জ রয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের তিনটি সহায়ক কোম্পানি রয়েছে। যেগুলো হচ্ছে-
ক) এমটিবি এক্সচেঞ্জ (ইউকে) লিমিটেড
খ) এমটিবি সিকিউরিটিজ লিমিটেড
গ) এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button