এমটিবির গ্রুপ সিএফও হলেন মোহাম্মদ নাজমুল হোসেন
মোহাম্মদ নাজমুল হোসেন সম্প্রতি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি মধুমতি ব্যাংক লিমিটেডে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি প্রাইম ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি অডিট সুপারভাইজর হিসেবে বিভিন্ন ব্যাংক, ম্যানুফ্যাকচারিং, টেলিকম ও বিভিন্ন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন।
নাজমুল হোসেন ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) এবং তিনি কেপিএমজি বাংলাদেশ (রহমান রহমান হক) থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রশিক্ষণ সম্পন্ন করেন।
তিনি ন্যাশনাল সেন্টার ফর সাসটেইনেবিলিটি রিপোর্টিং, জাকার্তা, ইন্দোনেশিয়া-গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) একটি প্রত্যায়িত প্রশিক্ষণ অংশীদার কর্তৃক প্রদত্ত সার্টিফাইড সাসটেইনেবিলিটি রিপোর্টিং স্পেশালিস্ট (সিএসআরএস) হিসেবেও যোগ্য।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |